![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বরচিত কিবতা
সবচেয়ে মিত্র
যে আমারে দুঃখ দিছে সেই তো
ভালবাসে
মেঘের আড়ে লুকিয়ে থেকে সূর্য
নিয়ে আসে।
যে করেছে পর আমারে সেই তো
আপনজন
আপন-পরের ভেদাভেদে সবচেয়ে
আপন।
যে আমারে কাঁদায় বেশি সেই তো
হাসির মূল
না জানিয়া না বুঝিয়া তারেই বুঝি
ভুল।
যে আমারে রোগে- শোকে রাখে
পবিত্র
সে তো আমার শত্রু নহে সবচেয়ে মিত্র।
যে জন আমার জীবন কর্ম রাখে লিপি
মাঝে
তারি সুর তারি গীত যেন শুধুই প্রাণে
বাজে।
আপন বলে আসল বলে যদি থাকে কেহ
হায়
সে যে আমার প্রাণের প্রাণ হৃদয় যারে
চায়।।
২| ০৬ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:২৪
ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: শুভেচ্ছা নিবেন প্রামানিক ভাই
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৯
প্রামানিক বলেছেন: চমৎকার কথামালা। ধন্যবাদ