![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনচান তাইতো প্রাণ
=
যেতে পারি না বাহিরে বন্ধ দুয়ার
খুলে
যেতে পারিনা ধানেরক্ষেতে
সবুজের ঢেউ তুলে
গাইতে পারিনা গান
উড়তে পারিনা খোলা হাওয়া মাঝে
ঘুড়তে পারিনা সকাল সন্ধা সাঝে
আনচান তাইতো প্রাণ
দেখতে পারিনা কেমনে ফুলের কলি
ফুটে
দেখতে পারিনা সকালে -সূর্য
কেমনে উঠে
বান্ধী ঘরে তাই
শুনতে পারিনা পাখি গায় কেমনে
গান
বুঝতে পারিনা কোন ডাকে জুড়াবে
মোর প্রাণ
কাগজে লিখে যাই
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৩
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৭
ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: স্বাগতম
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ