![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমার মনের আকাশ ঘনকালো মেঘে মেঘাচ্ছন্ন।মেঘে-মেঘে ঘর্ষণের ফলে আকাশে বিদ্যূৎ চমকানোর মতো-মনের আকাশটাও সহসাই কেঁপে উঠছে।শরীরময় অনাকাংখিত ক্রোধপূর্ণ আবেগে কম্পিত,ক্রমাগত বেড়েই চলছে শ্বাস-প্রস্বাসের গতি ,হূদয়স্পন্দন ও বেড়ে চলছে ঠিক কাল বোশেখীর ঘনকালো মেঘঢাকা আকাশটার মতোই।জানিনা কখন এ মেঘ বারি রূপে এসে আমাকে বৃষ্টিস্নাত করবে।সকল তর্জন,গর্জন,ধূঁয়েমুছে শরতের মেঘঢাকা আকাশে সদ্য প্রস্ফুটিত চাঁদের ন্যায় আলোকিত করে হিম মলয় প্রবাহে শান্ত করবে উত্তপ্ত আঁধারাবৃত মনের আকাশ।তোমাদের কারও পরশ পেলেই হয়তো এ মেঘ বারি রূপে পতিত হতে পারে-এ প্রত্যাশায়..mdaynal
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:১৬
ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: অন্তর থেকে শুভেচ্ছে নিবেন প্রামানিক ভাই
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
প্রামানিক বলেছেন: চমৎকার কথামালা। ধন্যবাদ আয়নাল ভাই।