নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃজনশীলতাই বিশ্বাসী । পরিবর্তন চাই সর্বত্র।

উদভ্রন্ত বালক

আমি বই পড়তে ভ্রমন করতে আর আড্ডা দিতে ভালবাসি । জীবনে কাছের মানুষের দ্বারা অধিক কষ্ট প্রাপ্ত একটি ছোট্ট জীবন আপনাদের মাঝে আসলাম ।

উদভ্রন্ত বালক › বিস্তারিত পোস্টঃ

অনুভব

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫১

অনুভব
মাজেদুল হক


প্রতিটি মুহুর্ত প্রতিটি ক্ষণ
তোমাকে জড়িয়ে থাকি
তোমাকে ছেড়ে সময় কাটানো এ যেন
এক পর্বত অতিক্রম এর ন্যায়।
এখন প্রতিনিয়ত সেই যুদ্ধ করে চলেছি
এক একটা সময় যেন কাটে আমার,
দীর্ঘ পথ পাড়ি দেওয়া ক্লান্তি নিয়ে।
তোমার সেই অনুভব শক্তি কি বলে জানিনা
তবে আমার হৃদয় বলে যুদ্ধ তুমিও করছ
তবে ভিন্নতা আছে দুজনের।
ব্যস্ততা আছে তোমার,
সেই চিরচারিত রাত জাগা ক্লান্তি হীন গল্প
প্রতিনিয়ত বন্ধুদের খবর নেওয়া।
আর আমি........
তোমার হতে দুরে আসায় গেছি সকলকে ভুলে
পার্থক্য শুধু এখানে
তুমি দশক সর্বসময়, আর নাড়া পড়লে আমি একক হয়ে যায়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.