![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বই পড়তে ভ্রমন করতে আর আড্ডা দিতে ভালবাসি । জীবনে কাছের মানুষের দ্বারা অধিক কষ্ট প্রাপ্ত একটি ছোট্ট জীবন আপনাদের মাঝে আসলাম ।
গত কয়েকদিন কোটা প্রথা সংস্কারের দাবীতে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে দেশ আজ সরগরম । যেখানে ৯৮% জনগণ আমরা সাধারণ ভাবে দেশের সার্বিক কাজে অংশগ্রহণ করে চলেছি যার ফলে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা লাভ করলেন । সেখানে বিভিন্ন কোটার নামে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দপ্তর আজ জিম্মি হতে চলেছে । দেশ স্বাধীন হয়েছে আজ ৪৭ বছর উন্নয়ন হয়েছে প্রভূত । এখন সময় এসেছে নিজেদের মত করে দেশের উন্নয়ন সহ আর্থ সামাজিক পরিবর্তন করা । সেখানে সুবিধা প্রদান একটি ক্ষেত্রে কেন হবে এবং যেটা দেশ চালিকার সব থেকে বড় মাধ্যম । আজ দেশ স্বাধীন হয়েছে যুদ্ধের মাধ্যমে । এদেশের জনগণ যুদ্ধ করেছে কেউ কেউ তাদের খাবার যোগান দিয়েছে কেউ আশ্রয় দিয়েছে । আবার তাদের নিরাপত্তার কাজও করেছে এই দেশের জনগণ । তাহলে দেশের তৎকালীন সকলেই দেশের জন্য জীবন বাজি রেখেছেন । এখন কথা হলো কেউ সার্টিফিকেট নিয়েছেন আর কেউ সার্টিফিকেটের চিন্তাও করিনি তারা বুঝেছে দেশ স্বাধীন নিরাপদে বাস করতে পারব এটাই আমাদের বড় অর্জন । আজ সেই নিরীহ সর্বদা দেশের তরে যুদ্ধের সময় খাদ্য নিরাপত্তা সংবাদ আশ্রয় দিয়ে যুদ্ধাদের সহযোগিতা করে সেই দেশেই সেই মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তাদের কাছে শুনতে হচ্চে তারা নাকি রাজাকার । এই লজ্জা এই জাতি রাখবে কোথায় । যারা কুট কৌশল করে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট করে আজ রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছে আর দেশের মানুষকে যারা নির্ভেজাল দেশ কে ভালোবেশে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাচ্চে তারা আজ এ দেশে রাজাকার চমৎকার রাষ্ট্র আমাদের । এই কি ছিল দেশ স্বাধীনতার অর্জন । কেউ ত মুক্তিযোদ্ধাদের অপমান করিনি? কেউ ত মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে বলিনি? তাহলে কেন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের নামে বিক্ষোভ মিছিল হচ্ছে এটা কিসের ইঙ্গিত ? আজ বঙ্গবন্ধু যদি জাতির পিতা হয় তাহলে এই জাতির সকল সন্তানই কোটা প্রাপ্য বঙ্গবন্ধুর কোটায় যদি তিনি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন। আর তা না হলে বঙ্গবন্ধু জাতির পিতা উপাধি ফিরিয়ে নিন।
১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৪
উদভ্রন্ত বালক বলেছেন: জি কোটা নাকি বাতিলের আন্দোলন করছে ছাত্র সমাজ তার প্রতিবাদে ঝিনাইদহ জেলায় মুক্তিযোদ্ধারা বিক্ষোভ করছে পত্রিকায় সংবাদ দেখলাম ।
২| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯
Sujon Mahmud বলেছেন: কোটা সংস্কারের আন্দোলন যার করবে তারাই নাকি রাজা কার.......
একেমন বিচার
৩| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৪
উদভ্রন্ত বালক বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০১
ক্স বলেছেন: আপনার দেয়া শিরোনামটা পরিষ্কার নয়? কি বুঝাতে চাইলেন? কোটার পক্ষে কোন আন্দোলন কি কেউ করছে?