নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is a game and \"HE\" is the gambler.

মোঃ মােজদুল ইসলাম

কীট

মোঃ মােজদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ও কান্না তুমি কার ???!!!

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৮

পৃথিবীতে প্রতিদিন মানুষ কাদছে, আমি কাদছি, সে কাদছে, রোহিঙ্গারা কাদছে, আমেরিকা, রাশিয়া, সাদা, কালো সবাই কাদছে। কিন্তু এই কান্নার মুল কারণ কি? মানুষের যদি সাধ্য থাকতো তবে অবশ্যই সে এই কান্না থামাতো। এই কান্নার মুল উপাদান অসহায়। মানুষ অসহায়। এই কান্নার জন্য দায়ী কি মানুষ? ধর্মমতে শয়তান যখন সিজদা করল না তখন আল্লাহ তাকে ক্ষমতা দিলেন মানুষকে পদচুত করার। আর মানুষের বেলায় তেমন কিছুই নেই। তেমন কিছু নেই বলতে সেখানে আল্লাহই সব কিছুর মালিক।কিন্তু মানুষ অর্থাৎ অাদম আঃ যখন নিজেকে উপযুক্ত প্রমান করতে পারলেন না , সেই তখন থেকে কান্নার উৎপত্তি। মানুষ বা আদম আঃ আজ ও কাদছে, কখনও আমি, কখনও রোহিঙ্গা, কখনও সে মানুষের বেশে। এ কান্না কিন্তু শুধু মানুষের না এ কান্না অাল্লাহর ও। আমার পরাজয় মানে সৃষ্টিকর্তর পরাজয় (যেহেতু তিনি আমাকে শ্রেষ্ঠ জীব হিসেব তৈরি করেছিলেন)।

এটা মুলতঃ কান্না নয় অসহায়ত্ব।

এই অসহায়ত্বের জন্য ফকির লালন গাইলেন "খাচার ভিতর অচীন পাখি কেমনে আসে যায়",

আরেকজন কেউ বললেন " এ খাচা ভাঙ্গবো আমি কেমন করে"

নজরুল বললেন " এই শিকল পড়া ছল মোদের , শিকল পড়া ছল এই শিকল পড়ে তোদের শিকল করবকে বিকল"

নজরুল পাগল এই শিকল বিকল করার মন্ত্র মানুষের জানা নেই।

আমি প্রায়ই প্রার্থনা করি -------------------------। কিন্তু সেই মুর্শিদী গানের মতো "দয়াল চাইলে লইবো জোড়া , এমন দয়াল কে আছে, মুর্শিদ আমার ......পিঞ্জর বানাইছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৪

মোস্তফা সোহেল বলেছেন: আমার পরাজয় মানে সৃষ্টিকর্তার পরাজয়, এই কথাটি মানতে পারলাম না। X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.