![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ "সৌমিন শাহ্রিদ জেভিন" এর বিডি নিউজ ২৪এ "১৫ইনভেম্বর : আমার প্রথম মৃত্যু" এর লেখাটি পড়লাম। সেখানে তার বাবার "অধ্যাপক একেএম শফিউল ইসলাম বা সমাজ বিজ্ঞানের ‘লিলন স্যার" এর জন্য তিনি লেখাটি লিখেছেন। লেখাটার এক পর্যায়ে তিনি লিখেছেন " “তুমি শেষ মুহূর্তে আমার মুঠোফোনের কলটা কেন ধরলে? কেন মাথায় কোপের অসহ্য যন্ত্রণায় করা চিৎকারটাই শেষ স্মৃতি হিসেবে রেখে গেলে? আমারই অপেক্ষা করছিলে, বাবা? তোমার এই চিৎকার যে তিন বছর হল আমার রাতের ঘুম কেঁড়ে নিয়েছে।”
বকুল জহুরুল হক//ইউ এ ই কমেন্ট করেছেন "তবুও ছোটবেলায় আমি আমার বাবার রক্তাক্ত দেহটিকে যে দেখেছিলাম সেটাই বেশী বেশী মনে হচ্ছিলো। আমি আমার বাবার অকাল মিরতুর প্রতিশোধ নিতে পারি নাই, তাই একমাত্র ভরসা হিসাবে বেচে নিয়েছি প্রায় প্রতি ওয়াক্ত নামাজ শেসে আল্লাহতালাকে বলি আল্লাহ আমার বাবার নির্মম হত্যাকারীর বিচার আমি আপনার কাছে চাই।"
আর ও কয়েকটা নাম পেলাম তার মধ্যে "মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিত রায় এবং তারও আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার" অন্যতম।
এছাড়া ও অনেক মৃত্যু, অত্যাচার, নির্যাতন ও ঘটছে প্রতিদিন।
প্রশ্ন হচ্ছে জেভিন বা বকুল দুজনই তাদের বাবার মৃত্যুর প্রতিশোধের যন্ত্রনায় ভুগছে।
এখন তারা প্রতিশোধ নেয়ার যন্ত্রনায় ভুগছে, না পারছে খুনিকে খুন করতে (কারন খুন করলে সে তার স্বাভাবিক জীবন হারাবে), না পারছে তাদেরকে জেলে পুরতে (তার কাছে এত পাওয়ার বা অর্থ নেই)। সে আইনও জানেনা।
এদিকে খুনি প্রয়োজনে আরও দশটা খুন করলেও কিছু আসে যায় না। সে আইনের ফাক ফোকর জানে। আর চুরি করলে বাচার ফাক ফোকর (শয়তান) হাজার টা চোখের সামনে এসে দাড়ায়।
তাহলে জেভিন বা বকুল এখন কি করবে।
সারাজীবন কাপুরুষ এর মতো বাবার মৃত্যু যন্ত্রনাই বহন করবে। না নিজে -----------করবে।
বা আমি ও যে অত্যাচারিত আমি কি করব।
খুনী বা অত্যাচার কারী তো অর্থবান বা শক্তিমান আমার পিছন দিয়ে যে ছোট বাতাস টা বের হয় তার খবর সে রাখে।
২| ১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
মোঃ মােজদুল ইসলাম বলেছেন: ভাইজান, মুল তত্ব হচ্ছে "জোর যার মল্লুক তার এর দিন কবে শেষ হবে। শেষ না হলে অামার করণীয় কি?"
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: কি লিখেছেন কিছুই তো বুঝলাম না।
কি বুঝাতে চেয়েছেন?