নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is a game and \"HE\" is the gambler.

মোঃ মােজদুল ইসলাম

কীট

মোঃ মােজদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

তোমরা ফিরে আসো না.....প্লিজ

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১০

আজ ১৪ই ডিসেম্বর, বুদ্ধিজীবী হত্যা দিবস, তাদের উদ্দেশ্যে.....

আসসালামুয়ালাইকুম ইয়া হালাল কুবুরী ।

তোমরা ফিরে আসনা.....

দেখনা আমরা এখনও খুড়িয়ে হাটছি

দেখনা যারা তোমাদের দেখে শিখেছিল তারাও বৃদ্ধ ও মৃত

দেখনা দেশটা কাদছে

দেখনা আমরা কাদছি

দেখনা পৃথিবীটা কাদছে

তোমরা যাদের রেখে গিয়েছিলে তারা একটু আমাদেরকে এগিয়ে দিয়েছে

তারাও কাদছে

আসো না .....

আসো না জীবনানন্দের কথাটা রাখতে " আবার অাসিব ফিরে ধানসিড়িটার তীরে"

আসো না রাগ করেছ

যারা দেশের জন্য সবকিছু ত্যাগ করতে পারে

তারাতো কখনও রাগ করেনা।

আসো না , আমাদের যে তোমাদের খুবই প্রয়োজন।

আসো না , (তাকে )বল আমাদের কাজ এখনও শেষ হয়নি , আমরা আবার যেতে চাই

আসো না...............আর একবার , জানো এখন হানাদার নেই, নেই কোন শোষক

তবু আমরা কথা বলতে ভয় পাই, লিখতে ভয় পাই

আসো না..............আমাদের কাছে আবার একটা নতুন পৃথিবী তে নিয়ে যাও তোমাদের আলো দিয়ে।

জানি তোমরা ফিরবে না , তোমরা সক্রেটিসের দলে, সেখানে ভাল কিছু পেয়েছ।

আসোনা তারপরও .....অপেক্ষায় থাকলাম...................অনন্ত , ০তে ................১ এ............অনন্ত,০ এ...........১এ



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: বিজয়ের দিবসের কথা আমরা লিখে লিখে- আমাদের ঘৃণা পাকিদের জানিয়ে দিব আজীবন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.