নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is a game and \"HE\" is the gambler.

মোঃ মােজদুল ইসলাম

কীট

মোঃ মােজদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আয়কর, দুর্নীতি, দুদক, আদালত

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০

আমি একজন চাকুরীজীবী, পেশাঃ অায়কর ও ভ্যাট। এর আগে আর এক গ্রুপে চাকুরী করতাম আয়কর এ।সেই গ্রুপের পরিচালকদের আয়কর ফাইল গুলোর উপর ছিল আমার কাজ। ফাইল ছিল বৃহৎ করদাতা ইউনিটে। একদিন আমাদের উকিল সহ কোন এক কাজে এডিশনাল কমিশনার এর রুমে গেলাম। উকিল সাহেব ফাইলের বিভিন্ন বিষয় উপস্থাপন করছেন। আমি ফাকে এডিশনাল কমিশনার স্যারকে করদাতার হয়ে একটা প্রশ্ন করলাম

" স্যার, কষ্ট করে আয় করি আমি , কর দেই আমি , আর আমি কেমনে চোর হই।"

এটা কেমন আইন যে ব্যাক্তি কষ্ট বা যেভাবেই হোক আয় করে কর দিলে, তারপর হিসাবে ভুল হলে তাকে চোর বলা হয়।

একটা প্রবাদ আছে " পৃথিবীতে সবচেয়ে কঠিন হিসাব হচ্ছে আয়করের হিসাব।"

এমন কোন সন্তান জন্ম হয় নাই যে , তার আয়করের হিসাব ঠিকমত দিতে পারে।

তবে কেন তাকে চোর বলা হবে।

কিছুদিন আগে ভ্যাট এক সমস্যার জন্য চট্রগ্রাম গিয়েছিলাম। সেখানে আমরা নাকি ভ্যাট কম দিচ্ছি। সেখানে বিভিন্ন কথার পরআমি একটা কথা বললাম

"স্যার এই যে লোকটা বেতন পাচ্ছে (আমার সাথে আর একজন জি এম ছিলেন) এই লোকের চাকুরী দেওয়ার দায়িত্ব তো সরকারের, বেতন ভাতা দেওয়ার দায়িত্ব তো সরকারের উপর বর্তায়, তো আমাদের কোম্পানী তো তাকে বেতন ভাতা দিতেছে এটাওতো একপ্রকার কর। ভ্যাট কম দিচ্ছি কই।" যাইহোক পরবর্তীতে এই সমস্যা আইনগত ভাবে সমাধান হয়েছে।

আমি লিখছি বিগত প্রধানমন্ত্রীর জন্য, তিনি নাকি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় টাকা অাত্বসাৎ করেছেন।

আমি এত ভিতেরের খবর জানিনা। এখন ধরি তিনি ১০০ টাকা পেয়েছেন ট্রাষ্ট থেকে। তার পারিবারিক খরচ ১০ টাকা। তাহলে বাকি টাকা কোথায়। হয় রাজনীতিতে বা বাইরে। ধরি রাজনীতিতে, রাজনীতি কি তার স্বার্থে নাকি জনগনের স্বার্থে হ্যা তার স্বার্থ শুধু হতে পারে পা্ওয়ার পাওয়া ( তাও জনগনের স্বার্থে)।

ধরি তিনি টাকা বাইরে পাছিয়েছেন, এ্টা তো একটা বিনিযোগ। অর্থ প্রয়োজনে ফিরে আসবে। তবে তিনি দেশ না ছাড়লেই হয়।

তবে তিনি বা কোন করদাতা দায়ী কোন ধারায়।


আর সরকারী কর্মকর্তারা যারা আয়কর , ভ্যাট ও দুদক বা অন্যান্য অফিসে বসে আছেন আর কোন কোনভাবে উৎকোচ নিচ্ছেন, তাদের বেলায় কি? এমনকি এই যে, আদালত .....থাক আর না বলি , যে নিজে কাদছে , তার দোষ দিয়ে লাভ নাই।

আইন নাকি বলে অপরাধের ছোট বড় নাই। ১ টাকা চুরি করলেও অপরাধ ১ কোটি টাকা চুরি করলেও অপরাধ।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: আয়কর, দুর্নীতি, দুদক, আদালত এরা সবাই সরকারের ইচ্ছায় চলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.