নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is a game and \"HE\" is the gambler.

মোঃ মােজদুল ইসলাম

কীট

মোঃ মােজদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নারী দিবসে অামার কবিতা

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১১

অামিই অাসবো তোমাদের মাঝে



অামি অাসবো তোমাদের মাঝে
নতুন কোন দাবী পুরণের দাবী নিয়ে
অামি অাসবো তোমাদের মাঝে
নতুন কোন শৃঙ্খল ভাঙ্গার সপ্ন নিয়ে
অামি অাসবো তোমাদের মাঝে
নারীর বিজয় গাথা নিয়ে
অামিই অাসবো তোমাদের মাঝে
শুন্য এর বিশ্লেষণ নিয়ে
অামিই অাসবো তোমাদের মাঝে
একটা নতুন পৃথিবী নিয়ে
অামিই অাসবো তোমাদের মাঝে
ধর্ম বর্ণ মতামত ভেদ করে নতুন সকাল হয়ে
অামিই অাসবো তোমাদের মাঝে
সুর্যের কিরণ (সাজিয়া) হয়ে।
অামিই অাসবো তোমাদের মাঝে
কখনো মা, বোন, স্ত্রী, মেয়ে হয়ে
অামিই অাসবো তোমাদের মাঝে
অাদমের স্ত্রী হয়ে, তোমাদেরকে পৃথিবীর স্বাদ দিতে
সবকিছু যদি তাঁর (অাল্লাহর) ইচ্ছায় হয়
তবে অামি নিজেকে ভাগ্যবাণ ভাবছি
তোমাদেরকে পৃথিবী নিয়ে অাসার ভার নিয়ে এবং তার অাশীর্বাদ নিয়ে।

অামিই অাসবো তোমাদের মাঝে
কারণ অামিই কখনো মা, বোন, স্ত্রী, মেয়ে
কখনোবা সর্বহরণকারী, ধংস্বকারী
অামিই অাসবো তোমাদের মাঝে
কারণ শুধুই অামিই পারি
অামিই অাসবো তোমাদের মাঝে
কারণ এক সংসার ত্যাগ করে অারেক সংসার সাজাতে অামিই পারি
অামিই অাসবো তোমাদের মাঝে
কারণ অামার মাঝেই শুন্যের বসবাস
অামিই শুন্য।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: বেশ +

২| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
দশে সাত দিলাম।

৩| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৪| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৫

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: সুন্দর শব্দময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.