![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে নাম উচ্চারণে সৃষ্টি নতুন ভাবে জেগে ওঠে
"মা" যে তার নাম
যে নাম উচ্চারণে বেচে থাকার নতুন স্বপ্ন জাগে
"মা" যে তার নাম
যে নাম উচ্চারণে মুছে যায় সব ব্যাথা যন্ত্রনা
"মা" যে তার নাম
যে কোলে শুয়ে বেহেস্ত দেখা যায়
"মা" যে সেই কোল
যে নামের কাছে মাথা নিচু করে নবী , অসুর, দানব সবাই
"মা" যে তার নাম
যে ডাকে অন্তর আত্বা বরফ শীতল হয়
"মা" যে সেই ডাক
যে নাম উচ্চারলে ভালবাসার ও মমতার ভান্ডার খুলে যায়
"মা" যে সেই নাম
যে নাম উচ্চারণে সূর্য ও চন্দ্র একত্র মিলিত হতে পারে
"মা" যে সেই নাম
যে নামে ভ্রনর নতুন মধু সংগ্রহে উদ্যত হয
"মা" যে সেই নাম
"মা" শব্দটি নারীর
কিন্তু "মা " সে ও হয় যে মায়ের মত খোলে ভালবাসার ভান্ডার
"মা" তুমি এত ভালবাসা কোথায় পাও
তার কিছু পৃথিবীর আর সবাইকে দাও
তবেই তো সুন্দর হয় এই পৃথিবী
তবেই তো বেচে থাকার নতুন উপায় হয়।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৮ সকাল ১১:০৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।