![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নে দেখি আমি ভুত হয়েছি
আর ভুত গুলো হয়েছে "আমি"
স্বপ্নে দেখি আমি নিয়ন্তা হয়েছি
আর নিয়ন্তা হয়েছে "আমি"
স্বপ্নে দেখি আমি আকাশ হয়েছি
আর আকাশ হয়েছে "আমি"
স্বপ্নে দেখি আমি সাদা কাশবন হয়েছি
আর কাশবন হয়েছে "আমি"
সপ্নে দেখি আমি পাখি হয়েছি
আর পাখি হয়েছে "আমি"
স্বপ্নে দেখি আমি সূর্য হয়েছি
আর সূর্য হয়েছে" আমি"
আর সবাই কি করে তা জানেন শুধু অন্তর্যামী
তারপর আমি হাসতে গিয়ে কাদি
মনে পড়ে "নদীর একুল ছাড়িয়া নিশ্বাস বলে ওই কুলে যত সুখ আমার বিশ্বাস"
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫
বাকপ্রবাস বলেছেন: সনেট কবি বলেছেন: জটিল পরিস্থিতি!
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: স্বপ্নে দেখলাম আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। একটা সাদা চাদরে আমার সমস্ত শরীর ঢাকা। আমি বুঝতে পারছি আমি মারা গেছি।
একজন ডাক্তার এসে খুব বিরক্ত হয়ে বলল, ডেড বডি এখনো এখান থেকে সরানো হয়নি কেন? দ্রুত সরান, নতুন রোগী আসবে।
সবাই তখন ধরাধরি করে আমাকে হাসপাতালের বারান্দায় ফেলে রাখলো। আমার বেডে নতুন রোগী চলে এলো। এই রোগীকে মনে হচ্ছে আমি চিনি।
একটু পরে সুরভি এসে আমার খোঁজ করছে। আমি কোথায় কে বলতে পারছে না। অথচ আমি ফ্লোরে পড়ে আছি।
অসহ্য এক যন্ত্রনায় ঘুম ভেঙে গেল। বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। সারা শরীর ঘামে ভেজা। বিদ্যুৎ চলে গেছে কখন, কে জানে! অন্ধকারে হাতড়ে হাতড়ে ফ্রিজ থেকে বোতল বের করে অনেক গুলো পানি খেলাম।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
সনেট কবি বলেছেন: জটিল পরিস্থিতি!