| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন নিরপেক্ষ মানুষ। কোন দল বা মতের সাথে নাই। কিন্তু তারপর ও ভোট দিতে হয়।অবশ্যই যোগ্য প্রার্থিকে। গত প্রায় ২০ বছর ধরে ভোট দেই নাই। কারন ভোট দেওয়ার প্রয়োজন হয় নাই। হয়তোবা আমার ভোটটা কেউ দিয়ে দিয়েছে।
এবার আমার কাছে জামায়াত ইসলামীর একজন ভোট দিতে বলেছিল। আমি বলেছি কেন্দ্রে যাওয়ার ভাড়া টা দেন। আমার কোন লাভ নাই , স্বার্থ ও নেই ভোট দিয়ে। তাহলে ভোট কারে দিব।
যেই ক্ষমতায় যাবে সেই চুরি করতে বাধ্য। আর গদির আরাম তো আছে। যেখানে আমেরিকার মতো দেশে চুরি, ডাকাতি, ঘুষ প্রচলিত আছে। তাহলে আমাদের দেশ তো এটার স্বর্গরাজ্য।
আর নারীর কথা বললে সৌদি আরব তো নারীর স্বাধীনতা পুরোপুরি দিয়ে দিয়েছে। ব্যান্ড দল থেকে বিশ্বসুন্দরী। সবখানেই আছে তারা।
তাহলে ভোট দিয়ে লাভ কি?
জেন জে খুব লাফ্ফইল সংস্কার। হাহাহা সংস্বার।
ডঃ ইউনুস সাহেব বললো আমি বিশ্ব খেলোয়ার।
সব শেষ। আছে মুলা।
বিএনপি তো তাদের চেহারা দেখিয়ে দিছে।
জামাত লাফ্ফাচ্ছে। আফগানকে দেখে। কিন্তু সবচেয়ে বেশি আফিম চাষ হচ্ছে আফগানে।
তাহলে ভোট কারে দিব?
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:২৫
মোঃ মােজদুল ইসলাম বলেছেন: Pls search in Google to write "Afim"
২|
১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি যখন ভোট দিবেন তখন তো আপনি নিরপেক্ষ থাকবেন না।
কোন এক জনের পক্ষে ভোট দিবেন।
৩|
১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: আপনি গণভোট ইয়েস কিংবা নো হিসাব করে ভোট দিবেন । যারা reform চায় এবং যারা চায় না সেটা হিসাব করে ভোট দিবেন ।
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩০
মোঃ মােজদুল ইসলাম বলেছেন: Facing problem to write in Bangla. Sorry. I am asking about the benefits to give Vote.
৪|
১৬ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪২
রাসেল বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভোট দেওয়া আমার দায়িত্ব। আমার প্রশ্ন হল, যদি উপযুক্ত প্রার্থী না পাই তাহলে আমি কী করতে পারি?
৫|
১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উপযুক্ত কাউকে না পেলে কইষা মাইনাস, মানে না ভোট
অতএব না জয়যুক্ত হবে।
৬|
১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপাতত বিএনপির বিকল্প নেই। স্বতন্ত্র ভালো কেউ থাকলে দেখতে পারেন।
৭|
১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৩৬
আমি নই বলেছেন: আমি ব্যাক্তি দেখে ভোট দিবো, সে যে দলেরই হোক আর স্বতন্ত্র হোক। বিএনপি-জামাতের দুইজনই মোটামুটি ক্লিন ইমেজের লোক, একজন ডাক্তার, আর একজন শিক্ষক। তবে নির্বাচিত হলে তাদের ইমেজ ক্লিন থাকার সম্ভাবনা খুবই কম। তাই স্বতন্ত্র প্রার্থীরা না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবনা। তবে ভোট দিতে যাওয়ার ইচ্ছা আছে।
৮|
১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: আমি এবার ভোট দিতেই যাবো না।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:২৭
আলামিন১০৪ বলেছেন: আফিম আফগানে? তালেবানের নাকের ডগায়? রেফারেন্সটা দিলে কৃতার্থ থাকব...
ভোটকেন্দ্রে যাওয়ার ভাতা সরকারের কাছে চান। জামাতের মন্ত্রী ইতোপূর্বে ছিল, যদি দুর্নীতির কোন রিপোর্ট থেকে থাকে সেটাও প্রকাশ করুন