নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is a game and \"HE\" is the gambler.

মোঃ মােজদুল ইসলাম

কীট

মোঃ মােজদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বিচার ব্যবস্থা

১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩৮

আজকে নাকি শেখ হাসিনার বিচার হবে। লাভ কি? শুধু শুধু টাকা খরচ। কমিশন নাকি ৮৩ কোটি টাকা আপ্যায়ন খরচ করেছে।

যাই হোক বিএনপির নামে হাজারো মামলা হয়েছিল সবগুলোই নাকি ভুয়া। এক দল ক্ষমতায় থাকতে সব ঠিক। আবার সেই দল ক্ষমতা থেকে গেলে সব বেঠিক।

বিএনপি, জামায়াতের সবাই নিরপরাধ প্রমানিত হয়ে বেকসুর খালাস পেল। সব কি ভুয়া। না। সব ভুয়া না। সবই ঠিক। কিন্তু বিচার ব্যাবস্থা স্বাধীন না হয়ে এই অবস্থা।

শেখ হাসিনার মামলাটাও তাই হবে।

কোন লাভ নাই। চোরে চোরে মাসতুতো ভাই।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সকল অপরাধের বিচার হওয়া প্রয়োজন।

২| ১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ৮৩ কোটি টাকার হিসাব কোথায় পেলেন একটু লিঙ্ক দেন দেখি। বিএনপি জামাতের বিচার ছিল প্রতিহিংসাপরায়নতার ফল; হাসিনার বিচার হচ্ছে পাপের ফল।

৩| ১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:১৮

রাসেল বলেছেন: সরকারি দল পরিবর্তনের সাথে সাথে কি মহিমার বলে মহামান্য আদালতের রায় পরিবর্তন হয়ে যায়।

৪| ১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: ইউনুস দেশটার বারোটা বাজিয়ে দিলো।

৫| ১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৬

ধুলো মেঘ বলেছেন: সৈয়দ মশিউর রহমান বলেছেন: ৮৩ কোটি টাকার হিসাব কোথায় পেলেন একটু লিঙ্ক দেন দেখি। বিএনপি জামাতের বিচার ছিল প্রতিহিংসাপরায়নতার ফল; হাসিনার বিচার হচ্ছে পাপের ফল

হাওয়াই কথার কোন লিংক হয়না। ৮৩ কোটি হাওয়ায় উড়ে গেছে। যুদ্ধাপরাধীদের বিচার ছিল ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। রায় হবার পরে আইন পালটে রায় পরিবর্তন কেবল শাহবাগকে খুশি করতে, বিবাদীর সাক্ষী অপহরণ করে ইন্ডিয়ায় নিয়ে আটকে রাখা, বিবাদীর আইনজীবী ও সন্তানকে আয়নাঘরে বন্দী করে রাখা - কি না করা হয়েছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.