নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is a game and \"HE\" is the gambler.

মোঃ মােজদুল ইসলাম

কীট

মোঃ মােজদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ধর্ম আগে না মানুষ

২৩ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩০

আমি কর্মসুত্রে গাজীপুরে থাকতাম। সেখানে এক হুজুর এর সাথে পরিচয়। কোন পরিচিত লোক ছিল না। যা হোক হুজুর খুব ভালো মানুষ। আল্লাহর ইচ্ছায় তিনি আমাকে থাকার জায়গা দিলেন। তিনি রান্না করে ও খাওয়ালেন বেশ কিছুদিন। আলহামদুিল্লিহ সব ঠিক। কিন্তু কিছুদিন পর হুজুর বললেন আপনাকে নামাজ পড়তে হবে। খাইতে ও আমার সাথে থাকতে হলে। এটাও ঠিক নামাজ না পড়লে তার কষ্টটা হালাল হয় না, তার ভাগে সওয়াব যায় না।

পরবর্তীতে আমার মনে প্রশ্ন জাগলো যে , তাহলে মানুষ হয়ে আমি কি পেলাম। সব কি বেহেশতের জন্য। মনুষত্বের জন্য কি কিছু নেই। না সেই হুজুর বা হুজুরদের কোন দোষ বা কিছু বলছিনা। হুজুররা অনেক ভালো। অনেক কষ্ট করে ধর্মের জন্য।

কিন্তু ধর্মের কাছে কি মনুষত্ব হেরে যাবে সারাজীবন।

ইসরায়েল, ফিলিস্তিন একটা উদাহারন।


ধন্যবাদ সবাইকে, আমার প্রশ্ন ছিলো "ধর্মের কাছে কি মনুষত্ব হেরে যাবে সারাজীবন?"। ধর্ম আগে না মানুষ আগে।

সৃষ্টি আগে মানুষ হয়েছে। ধর্ম পরে এসেছে। তাহলে মনুষত্ব আগে হওয়ার কথা ধর্ম পরে। আমি সেটা একটা উদাহারন হিসেবে তুলে ধরেছি। আমি সেই হুজুরের জন্য দোয়াও করি। আল্লাহ তাকে তার প্রতিদান দিক।

কিন্তু মনুষত্ব আগে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪০

বাকপ্রবাস বলেছেন: আপনিও বলে দিনে নামাজ না পড়লে আপনি তাকে খাওয়াবেন, প্রতিশোধ হয়ে গেল

২| ২৩ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৮

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: হুজুরদের মধ্যে মানবিক বোধ কম দেখা যায়।

৩| ২৩ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

এ পথের পথিক বলেছেন: অযথায় খোড়া যুক্তি ।
ইসলাম মানুষকে মানবিক হতে শিখিয়েছে । আপনি বলতে পারেন প্রচলিত অন্যান্য ধর্মের কাছে হেরে গেছে । ইসলাম এসেছে শান্তি সাম্য প্রতিষ্ঠার জন্য । আপনার কম জানা থাকতে পারে, অজানা থাকতে পারে, সংশয়ে থাকতে পারেন কিন্তু সত্য সর্বদা সত্য যারা সত্যকে ধারন করে ।

৪| ২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৩১

জ্যাক স্মিথ বলেছেন: ধর্মচিন্তা মানুষের মানবিকতা, সামাজিকতা এবং কমন সেন্স লোপ করায়। এরা মাঝে মাঝে টুকটাক মানবিকতা দেখায় যা সম্পুর্ন নিজেরদের স্বার্থে বা পরকালের স্বার্থ হাসিলের জন্য।

৫| ২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

তারা আগে মুসলমান তারপর মানুষ।

৬| ২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনাকে হুজুর রান্না করে খাওয়াবে কেন? আরেকজনের হাতের রান্না খেতে হলে তার কথা শুনতে হবে। হুজুর আপনাকে নামাজ পড়তে বলেছেন। বিষ খেতে বলেন নি।

ফালতু পোস্ট !

৭| ২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৫

কামাল১৮ বলেছেন: মানুষ হতে হলে মানবিক হতে হয়।মুসলমান হতে হলে মানবিক হবার প্রয়োজন নাই।ইসলাম ধর্ম গ্রহন করলেই সে মুসলমান।

৮| ২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৪৩

নতুন নকিব বলেছেন:



না, সেই হুজুরের বা হুজুরদের দোষ বলবেন কেন? আপনি তো এখানে হুজুরদের শুধু গুণকীর্তনটাই করেছেন।

হুজুরের সাথে থেকে, তার হাতের রান্না করা খাবার খাওয়ার পরেও যে ব্যক্তির ভেতরে নিজের থেকে নামাজ আদায়ের অনুভূতি জাগ্রত হয় না, সে নিশ্চয়ই স্বাভাবিক চিন্তা-ভাবনা সম্পন্ন কোন লোক নহে। তাকে সুপথে আনতে ইশারা ইঙ্গিতে কাজ না হওয়ায় অবশেষে একপর্যায়ে নিতান্ত দায়ে ঠেকে হুজুর যদি খাওয়ার জন্য নামাজ আদায়ের শর্তারোপ করেই থাকেন, সেটা অযৌক্তিক কিছু করেছেন বলে মনে করি না। আর খাবারের জন্য হুজুরের উপরেই চেপে বসতে হবে, তারই বা কারণটা কী? তাছাড়া, হুজুর তো একজন মানুষই, ফেরেশতা তো নন। তিনিও তো ভুল করতেই পারেন। যদিও এমন রূঢ় আচরণ করা ইসলামের প্রকৃত শিক্ষা নহে।

ধন্যবাদ।

৯| ২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৯

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: এই নতুন নকিব একটা জঙ্গি। নামাজ না পড়লেই কোপাইবে।

১০| ২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:২১

dupur১২৩ বলেছেন: কয়েক বার পরে বুঝার চেষ্টা করলাম। যা বুজলাম পুরাটাই গার্বেজ।
আমার স্যার এর আইডি তা ওপেন থাকার দরকার ছিল এই পোস্ট এর জন্য।

কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন , আপনি চাইলে আমাকে গার্বেজ মন্তব্য কারি হিসাবে ধরতে পারেন।
মাশাল্লাহ আপনার বাবুটা সুন্দর , ওর জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো।

১১| ২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ২:২১

শ্রাবণধারা বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: আপনাকে হুজুর রান্না করে খাওয়াবে কেন? হুজুর আপনাকে নামাজ পড়তে বলেছেন। বিষ খেতে বলেন নি।

হা হা, কথা ঠিক! হুজুর যে আপনাকে রান্না করে খাইয়েছেন, এটা তো আসলে অনেক বড় ব্যাপার, আপনাকে নামাজ পড়তে বলেছেন, এই ঘটনার চেয়ে।

বাংলাদেশে কে কাকে রান্না করে খাওয়ায়? আর আপনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং দোষটাকে বড় করে তুলে ধরলেন!

১২| ২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৭

আলামিন১০৪ বলেছেন: অগেতুক ক্যাচাল! স্রষ্টা আগে না সৃষ্টি আগে?

১৩| ২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: মানুষ আগে। মানুষ।
ধর্ম তো ফাউল একটা বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.