![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন আমার জন্ম
হচ্ছে নতুন ভাবে
নিশ্চিত মৃত্যুর আগে এ এক
অলৌকিক বাজি খেলা !
আমি জন্মের
প্রথম সুঘ্রাঁন পাই
পাপরির রং থেকে !
কুয়াশার ভেতরে ঝরে
ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ কনা ,
আমি সব দুঃখ একটা
একটা করে আলাদা করি
তুলে রাখি ওয়ালেটে !
মাছের মত লেজ নেরে
সাতার কাটি সুরের জলে
অক্সিজেন ফুরিয়ে যাবার আগেই,
বাতাস ভেঙ্গে অনু বানাই !
রোদের তাপ দিয়ে লালন করি
বাক্য বিন্যাস ,
শব্দের জরতা কাটে
শুদ্ধ সংগীতের চর্চায় !
রাত হলে আমি ঘুমের ঘোরে হারিয়ে যাই,
নির্জন অন্ধকারের মাঝে !
কালো বরফের ভেতর
আরো জমাট হয় ,
ঘোর লাগা রাত !
আরমোরা ভেঙ্গে যখন জেগে উঠি ,
তখন মেঘের দেয়াল ভেদ করে
উকি দেয় এক নতুন সূর্য !
আবার শুরু হয়
আমার নতুধ জিবন !!
©somewhere in net ltd.