![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক নিঃসঙ্গ রজনীতে
যদি জোছনা গাঁ ঢাকা দেয়,
জোনাকি গুলো লুকায় ভাটে,
আমি কি করে কাটাব রাত?
গল্প কি হবে তবে
ফেলে আসা নীশিথীর সাথে?
নেই।! নেই সেখানে আকুলতার যবনিকা,
নেই আমরত্বের সুরার পেয়ালা!
শুধু দিগন্তের আঁধো আঁধো কালো ধুপ
মাঝখানে আদিত্যের থেকে ধার করা শিখা।
কতটুকুই জ্বলবে আর
তারপরও পাড়ি যায় রাত,
বারে বারে তাও ফিরে চাই।
যদি জোছনা গাঁ ঢাকা দেয়
জোনাক গুলো লুকায় ভাটে
কী করে কাটাব রাত।।
June 1, 2015
২| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
দগ্ধ সিগারেট বলেছেন: অনেক ধ্যবাদ ভাই।।।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৭ রাত ৩:৪৪
মিঃ আতিক বলেছেন: সুন্দর কবিতা