![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শেরেবাংলা এগ্রি ইউনিভার্সিটি তে পরি
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) তাঁর সবচেয়ে প্রিয় ছাত্র ও উত্তরাধিকারী আলী (আ.)-কে সম্বোধন করে বলেছেন:
হে আলী! নিশ্চয় মুমিনের চিহ্ন তিনটি: রোযা, নামায ও যাকাত। আর আত্মকেন্দ্রিক মানুষের চিহ্ন তিনটি: সামনে তোষামোদি, পেছনে বদনাম আর বিপদে গালি-গালাজ করা।
অত্যাচারীর চিহ্ন তিনটি: অধীনকে দমন, ঊর্ধ্বতনকে অমান্য, আর অত্যাচারীদের সাথে আঁতাত করা।
নিজেকে জাহিরকারীর চিহ্ন তিনটি: লোকজনের সামনে তৎপরতা দেখানো, একাকী থাকলে আলসেমি করা আর সবাই তার কাজে বাহবা দিক সেটাই পছন্দ করে।
মুনাফিকের চিহ্ন তিনটি: কারো কথা বর্ণনার সময় মিথ্যারোপ করা, আমানত রাখা হলে তার খেয়ানত করা ও প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা।
রাসূল (সা.) আলী (আ.)-কে আরো বলেছেন, হে আলী! অলসের চিহ্ন তিনটি: এতটা ঢিলেমি করা যে দায়িত্ব অবহেলায় পর্যবসিত হয়, আর এতটা অবহেলা করা যে (সম্পদ ও সুযোগ) নষ্ট হয়ে যায়, আর এ অবস্থায় পাপীতে পরিণত হওয়া।
আর বিচক্ষণ লোকের জন্য তিনটি উদ্দেশ্য ছাড়া কাজে ব্রত হওয়া মানায় না: জীবন-জীবিকা নির্বাহ অথবা পরকালের জন্য পদক্ষেপ গ্রহণ অথবা হারাম নয় এমন পথে উপভোগ করা।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
পাতি মাস্তান বলেছেন: কয়েক লাইন কপি করতে চাচ্ছি, করব ?
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০২
mdabul4579 বলেছেন: ভালো কিছু কপি করতে দোষ নেই যেখানে মানুষের কল্যাণ নিহিত
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭
সুফিয়া বলেছেন: ভাল লাগল। শিক্ষামূলক পোস্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।