![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শেরেবাংলা এগ্রি ইউনিভার্সিটি তে পরি
রহমত
স্রষ্টা মোদের দুঃখের সাথী
তাকেই মোরা স্মরণে রাখি
না মানিলে তারি বানী
রুষ্ট হবেন তিনি জানি।
উঁচু জমিন থেকে পানি
নিচু জমিনে যায়
তেমনি স্রষ্টার রহমত
আসে নম্রতা হৃদয়।
বড়র বড়াই করলে দিলে
রহমত আসবে না
নিজেকে নিজে ছোট
মনে করিও সদা।
ছোট হলেই বড় হব
মোরা স্রষ্টার প্রাতে
সুখে দুঃখে করুণা পাব
রহমত পাব একিসাথে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১০:০০
মিন্টুর নগর সংবাদ বলেছেন: দারুন কবিতা