![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শেরেবাংলা এগ্রি ইউনিভার্সিটি তে পরি
উড়া
উড়তে চেয়েছি পাখির মত
স্বপ্ন দেখেছি কত
মানুষ হইয়া জন্ম নিলাম
উড়তে ডানা কোথায় পেলাম?
তাইতো মেলি ইচ্ছে ডানা
স্বপ্ন দেখতে নেই যে মানা,
উড়ে দেখ আমার মত
লাগবে দারুন বুঝবে যত।
ইচ্ছে ডানায় ভর করে
করব সবকিছু জয়
হারবনা কোন কাজে
জয় হবে নিশ্চয়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর! কবিকে ধন্যবাদ!