![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শেরেবাংলা এগ্রি ইউনিভার্সিটি তে পরি
নৌকা
প্রেমী আমি নৌকা চলাতে
তাই বের করে এক ঘাট
পাইলাম মনের স্বাদ
ফেললাম তৃপ্তির নিঃশ্বাস।
দ্বিপ্রহর রাত, ঝুলছে চাঁদ
করে সূর্যের আলো চুরি
মাঝি-মাল্লা নেই খেয়া ঘাটে
আমি চালাবো নৌতরী।
মৃদু ঝড়ে, কোমল স্পর্শে
নৌকার বাঁধন খুলে
চড়ে বসলাম মাঝি হয়ে
হাওয়ায় নৌকা দূলে।
পাড় হতে পাড় দেখা মেলেনা
ক্রমেই গভীর পানি
চৌকস মাঝি বৈঠা
পুলকে দাড়টি টানি।
ঢেউ মাড়িয়ে স্রোতের নৌকা
শ্বাস ফেলে হৃদপটে
চাদেঁর আলো হাতছানি দেয়
রাতের নৌ ঘাটে।
©somewhere in net ltd.