নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসিন

আকাশ১৩

শান্ত ভাবে থাকতে ভালোবাসি।

আকাশ১৩ › বিস্তারিত পোস্টঃ

Save Mithila.........একটি শিশুর মুখের হাসি আপনাদের হাতে।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

ছোট্ট মেয়েটির নাম মিথিলা... ২ বছর ৩ মাস বয়সেই মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ ঢাকা শিশু হাসপাতালে ভর্তি আছে। প্রথম অবস্থায় প্রচুর রক্ত সঙ্কটে ভুগতে হয়েছে মিথিলার পরিবারের। গত ২৭ অক্টোবর মিথিলার বোন টেস্টের রিপোর্ট পাওয়া গেছে... ডাক্তার বলছে মিথিলাকে আপাতত ৩ মাস হাসপাতালে ভর্তি রেখেই ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে তারপর বোন ট্রান্সপ্ল্যান্টেশন করতে হবে। আর এতে মিথিলার সুস্থ হওয়ার সম্ভাবনা ৫০% ... অপরেশন এবং অপরেশন পরবর্তী খরচ প্রায় ৭ লক্ষ টাকা।



মিথিলার বাবা হচ্ছে সামান্য মুদি দোকানদার, তার পক্ষে এত টাকা যোগাড় করা দুঃসাধ্যকর। তারপরেও তার দোকান বিক্রি ও জায়গা সম্পত্তি বিক্রি করে মোটামোটি আড়াই লক্ষ টাকার মত যোগাড় করতে পারবেন, আর তাদের আত্মীয়- স্বজনদের সাহায্যে পঞ্চাশহাজার টাকার মত যোগাড় করা সম্ভব। কিন্তু এখনও যে, প্রায় ৪ লক্ষ টাকার মত দরকার তাদের... প্রতিটাক্ষনই তার পরিবার হয়তো ভাবছে, আদৌ কি তাদের ছোট্ট মেয়েটি আবার হাসবে-খেলবে আগের মত?



জানিনা কি লেখা আছে মিথিলার ভাগ্যে, কিন্তু আমরা চাইলে হয়তো মিথিলার ভাগ্যের অংশীদার হতে পারি। মিথিলাকে বাঁচাতে পারি আর না পারি, চেষ্টা কি করতে পারি না?? জানি এই মুহূর্তে একা কারো পক্ষেই কিছু করা সম্ভব না কিন্তু আপনি চাইলে আপনার বন্ধুদের কাছ থেকে, আপনার কলেজের ক্যাম্পাসে ক্যাম্পেইন করে, আপনার স্কুল-কলেজ থেকে অল্প অল্প করে হলেও অংশীদার হতে পারেন এই ছোট্ট মেয়েটির জীবন বাঁচানোর সংগ্রামে...



আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সর্বচ্চ চেষ্টা করবো আবার মিথিলার মুখে হাসি ফিরিয়ে আনতে...



বেশী তো নয় ৫০ টাকা করে হলেও ৮ হাজার মানুষের প্রয়োজন পড়ে, ১০০ টাকা করে ৪০০০ জন। হরতালের কারণে ক্যাম্পেইনিং -এর কথা ভাবতে পারছি না, তবে প্ল্যানিং চালাতে পারি... আমাদের এই অনলাইনভিত্তিক ফেসবুক দুনিয়ায় ১০ হাজার মানুষ যোগাড় করাও কোন দুঃসাধ্যের ব্যাপার নয়। আসুন না আমরা সবাই মিলে শিশুটির মুখে হাঁসি ফিরিয়ে আনি, ফিরিয়ে আনি ওর আগের সুস্থ জীবনে...



মিথিলার সাথে যোগাযোগের ঠিকানাঃ

ওয়ার্ড-৫,

রুম-৩১৫(ক) -তিনতলা

ঢাকা শিশু হাসপাতাল

ঢাকা।



রক্তের গ্রুপঃ এ-নেগেটিভ [A-ve]

টাকার পাশাপাশি ডোনার যোগাড় আবশ্যক।



দূরালাপনিঃ

01714-285578 (মিথিলার বাবা)

01618-055108 (মিথিলার মামা)



সাহায্য পাঠানোর তথ্যাদিঃ



ব্যাংক একাউন্ট নম্বরঃ

LITON KAZI

SONALI BANK LIMITED

ACCOUNT NO: 5584

SADAR UPAZILA BRANCH,

FRIDPUR.



বিকাশ নম্বরঃ



019-89 29 34 39 (নাফায়েত) -পার্সোনাল

017-77 00 08 00 (সাইফ) -পার্সোনাল

017-14 28 55 78 (লিটন) -পার্সোনাল

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

ছন্নছাড়া ছেলেটি বলেছেন: :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.