![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আছো আমার ছোট্ট এই অন্তরে, আছো এই পাগলের
ভিতরে ও বাহিরে।
তুমি মিশে আছো বাকা দুই নয়নে,
মিশে আছ যেন শয়নে ও স্বপনে,
মিশে আছো আমার ধূসর এই জীবনে,
তোমাতে বিলিয়ে নিজে সাতার কাটি প্রতিক্ষনে।
তুমি আমার হৃদয়ে ফুটা গোলাপ ফুল,
জীবন নদীর উচু নিচু ভাঙ্গা দুই কূল।
তুমি মিশে আছো আলো আর আদারে।
তুমি পূর্ণিমার চাঁদ আমার জির্ন অন্তরে,
কুঁড়িয়ে পাওয়া সুখ জীবনের ঐ সীমান্তে,
ধরে রেখেছি বুকে সব কিছুর অজান্তে।
তুমি হীন বাচবো না সোনা পাখি ময়না,
তুই যে হৃদয় মাঝে লাগানো প্রেমের আয়না।
©somewhere in net ltd.