![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি মানবিক আবেদন।
কেউ এড়িয়ে যাবেন না প্লিজ।সবাই এগিয়ে আসুন।
জয়ন্তী !
একজন মেয়ের নাম, একজন মায়ের নাম!
একজন দায়িত্ববান ডাক্তারের নাম !
প্রাণঘাতী ক্যান্সার যার শরীরে সবসময় জানিয়ে দিচ্ছে তার অস্তিত্ব!
হ্যাঁ... জয়ন্তীর শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের জীবাণু একটু একটু করে নিঃশেষ করে দিচ্ছে জয়ন্তীকে! কিন্তু জয়ন্তীর স্বামী অসুখের পর থেকে একটা টাকা দিয়েও তাকে সাহায্য করেনি, তার নাকি নিজেরই নিজের চালচুলো ঠিক নেই। এর মধ্যেই জয়ন্তীর অসুখ ধরা পরে। তার স্বামী তাদের সাথে থাকে না চাকুরীর খাতিরে... মাঝে মাঝে এসে মেয়েকে দেখেই চলে যায়... ব্যাস! দায়িত্ব শেষ! এর মাঝে জয়ন্তীর শ্বশুর চাইছেন বাচ্চাটাকে জয়ন্তীর কাছ থেকে কেড়ে নিতে, অজুহাত কেবলই তার অসুস্থতা! স্বামীও সায় দিচ্ছে তাকে।
জয়ন্তীর এই অসহায়ত্বে তার পাশে এসে দাঁড়িয়েছে তার প্রাক্তন স্কুল ভিকারুন্নিসার বন্ধু এবং সহপাঠীরা, তার কলিগরা। রিটায়ার্ড বাবার শেষ সম্বল আর বন্ধুদের দেয়া সাহায্যে ওর অপারেশন সম্পন্ন হয়েছে। কেমোথেরাপিও শেষের পর্যায়ে! কিন্তু ক্যান্সার এখুনি ছাড়ছে না তাকে।
খুব খারাপ ধরণের এই ক্যান্সার পুরোপুরি শেষ হতে রেডিও থেরাপিসহ আরও বেশ কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ক্যান্সারের ধরণ খারাপ হওয়ায় তার এই চিকিৎসা বাংলাদেশের সব হসপিটালে করা সম্ভব হচ্ছে না। কেবলমাত্র এপোলো বা ইউনাইটেড হসপিটালেই এই চিকিৎসা দেয়া সম্ভব, নইলে তাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। যদিও ইন্ডিয়াতে জয়ন্তীর অপারেশন করা হয়েছিলো এবং সেখানকার এক ডাক্তারের পরামর্শেই এখন জয়ন্তীর চিকিৎসা চলছে।
জয়ন্তীর পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৪ লাখ টাকা প্রয়োজন। অবসরপ্রাপ্ত বাবা যে আর পারছেন না। অসুস্থতার কারণে জয়ন্তী নিজেও তার চাকরি ঠিকমতো করতে পারছে না। পুরানো ঢাকার এক প্রাইভেট হাসপাতালে জয়ন্তীর চেম্বার। যেখানে এখন জয়ন্তীর মানুষকে সেবা দেবার কথা সেখানে ডাঃ জয়ন্তী নিজেই বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে! নিজের একমাত্র সন্তানকে হারাবার ভয় অসুস্থ জয়ন্তীকে কুড়ে কুড়ে খাচ্ছে...
কিছু কি করা যায় এই মায়ের জন্য?
কিছু কি করা যায় এই মানবসেবীর জন্য??
আমরা কজন পদক্ষেপ নিয়েছি, মুখিয়ে আছি আপনাদের সহযোগিতার জন্য...
সাহায্য সংক্রান্ত তথ্যাদিঃ-
বিকাশ নম্বরঃ
01713122021 [রাসিন]
01822365151 [রাসিন]
01922276824 [রাসিন]
ব্যাঙ্ক একাউন্টঃ
Dutch-Bangla Bank Limited
Name of A/C : Md.Humayun Kabir
A/C No : 157.101.30382
Savings Account
ইভেন্ট লিঙ্কঃ Click This Link
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
আমিনুর রহমান বলেছেন:
সাধ্যমত পাশে থাকার চেষ্টা করব।
নিশ্চয়ই জয়ন্তী সুস্থ হয়ে যাবেন।