নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসিন

আকাশ১৩

শান্ত ভাবে থাকতে ভালোবাসি।

আকাশ১৩ › বিস্তারিত পোস্টঃ

জন্মদিনের ইতিহাস! ;)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১০

রাসিন!!এই নামক এক ছেলের আজ জন্মদিন ছিল।দিন টা মোটামুটি ভালই গেছে। :) বার্থডে তে আমি তেমন কিছু করি না।শুধু পড়াশুনা টা এই দিন বাদ দেই! ;) বাসায় আমার জন্য কিছু সুস্বাদু খাবার রান্না করা হয়।বলতে পারেন আমার নাম সবার কাম! B-) যায় হক আমার জন্মের একটা নাম আছে।
আমি যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন নাকি খুব ঝড় বৃষ্টি হয়েছিল।তাই আমার নানা আমার নাম রাখছিলেন ঝড়ু মিয়া! :P নানা যখন বেঁচে ছিলেন যখন ই আমি নানা বাসায় যেতাম তখন ই দেখার সাথে সাথে আমাকে নানা বলতেন এই যে,আমার ঝড়ু মিয়া আসছে!!আমি খুব হাসতাম। :D
এখন আমার নানা নাই কিন্তু নানার সব সৃতি এখনো আমাদের সাথেই আছে।
আজকে অনেকেই আমাকে বার্থডেউইস করেছেন।তাদের কাছে আমার একটাই চাওয়া আমার জন্য দোয়া করবেন যেন একজন ভাল মানুষ হইতে পারি ।জীবনে আর কিছু হতে পারি আর না পারি কিন্তু একজন ভাল মানুষ হতে পারলে আর কিছু হওয়ার দরকার নাই। :)
ওহ একটা কথা বলতে ভুলেই গেলাম-বয়স যত বাড়তেছে ততই মৃত্যুর দিকে এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাচ্ছি।শুধু আমি কেন এইটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য।। :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.