নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ব্লগার।আমার নাম মিশকাত।

মিশখাতুল আলম আজাদ

আমি একজন ভাল ছেলে।

মিশখাতুল আলম আজাদ › বিস্তারিত পোস্টঃ

এখনো হয়নি বিজয়

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:২১


-অনুপ মজুমদার
ইচ্ছে ছিল একদিন আমি মুক্ত বিহঙের মত ডানা মেলে উড়ে বেড়াব নির্ভীক
যেখানে খুশী যাব, উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে
পূব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূবে, নীচ থেকে উঁচুতে, উঁচু থেকে নীচেয়
যেদিকে যেখানে খুশী ডানা মেলে আমি উড়ে বেড়াব
আমি বলব আমি স্বাধীন, আমি স্বাধীন, আমার আত্মা মুক্ত স্বাধীন
বহু বছরের পরাধীনতার গ্লানি থেকে নতুন চেতনায় মুক্তি পাবো
আমি পৌঁছে যাব স্বাধীনতার শান্তিকামী জীবনের পথে
আমি নতুন হব, আমি মানুষ হব, আমি পূর্ণ হব।
ইচ্ছে ছিল আমার দেশ হবে আমারই মনের মত
আমদের এ দেশ আবার হবে সেই সোনার বাংলা
জাতি-ধর্ম-গোত্র-শিক্ষিত-অশিক্ষিত সবার সমান অধিকার, এক পরিচয়
কে বড়, কে ছোট, কার কি ধর্ম থাকবে না সে প্রশ্ন
এক মায়ের সন্তান সবাই, এক মায়ের কোলে সবারই আশ্রয় হবে সমান
একই আকাশে আমরা সবাই উড়ব নির্ভীক স্বাধীনতায় মুক্ত আনন্দে।
সবাই যুদ্ধ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে – সেদিন কারো অন্য কোন পরিচয় ছিল না
কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, মেয়েরা, ছেলেরা, বড়রা, যুবকেরা, ছোটরা ...
সবার এক পরিচয়, মুক্তিযোদ্ধা সবাই, জয় বাংলা, জয় বাংলার জয়!
বিজয়ের দিন আবার এসেছে ফিরে বছর ঘুরে যেমন আসে প্রতিবছর
তবু প্রশ্ন প্রতিবার আমাদের কাছে, “সত্যি কি আমি তোমাদের বিজয়ের দিন?
তাহলে এখনো কেন দেখি দলে দলে লাঞ্ছিত মানুষের মিছিল
কেন দেখি মৃত্যুর দ্বারে একদল মানুষ এখনো ধুঁকে ধুঁকে মরে
কেন দেখি আগুনের লেলিহান শিখা এখনো পোড়ায় ঘরবাড়ী
নিরীহদের উচ্ছেদ করে সবলেরা, এখনো কেন হানাহানি
রোগের অন্ধকুপে ভুগে ভুগে কেন মরে যারা ছিল সংগ্রামী মুক্তিকামী
এখনো কেন শান্তি কেঁদে কেঁদে পথে পথে ভিক্ষা করে
শোষকেরা এখনো কেন গড়ে সম্পদের পাহাড় গরীবের ধন কেড়ে
কেন তারা লুন্ঠন করে এখনো সর্বহারা মানুষের সম্মান?”
কোথায় হে মুক্তিযোদ্ধা সন্তান, অবহেলিত সকল সচেতন
এখনো তোমার দেশ, তোমার স্বপ্ন রয়েছে পরাধীন
ঐ শোন আহ্বান, থেম না তোমরা এখনো, এখনো হয় নি বিজয়,
চালাও সংগ্রাম, কর প্রতিষ্ঠা মানুষের অধিকার,
ঘুচাও চোখের জল, আন সাম্য-শান্তি-সম্প্রীতি পূর্ণ বিজয় কর অর্জন
For more visit: http://www.bangla-kobita.com/majumder/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.