নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যাদুর ঢাকার শহরে মাঝে মাঝেখুব একাকিত্ব গ্রাস করে আমায়।।একঘেয়ে পৃথিবীর প্রান্তরে বেদনার নীল জলে নিজেকে ডুবিয়ে-ভাবি, কোনদিন আমিও কি #মহেশ গল্পের #গফুর হবো।

মো:হাবিবুর রহমান(হাবিব)

আমি আছি ব্যাক বেঞ্চার, আর কিছু ভাবনা আছে নিঃসঙ্গ। কিছু কথা আছে কাউকে বলতে না পারার- সেগুলো বলতেই আমার কিবোর্ড চাপাচাপি.।...।

মো:হাবিবুর রহমান(হাবিব) › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা নাকি সাময়িক আবেগের জোয়ার.

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৩

বাস্তবতাটা বিবেক দিয়ে বিচার করতে হয়, আর ভালোবাসাটা বিচার করতে হয় আবেগ দিয়ে “ই’। না, এখানে ভালোবাসা বলতে শুধু অবৈধ প্রেমের সর্ম্পককে উল্লেখ করছি না। বাবা-মায়ের সাথে সন্তানের, ভাইয়ের সাথে বোনের, গুরুজনের সাথে ছোটদের, বন্ধুর সাথে বন্ধুর, ছাত্রের সাথে শিক্ষকের ইত্যাদি সব কিছু....এখানে সবদিকের সার্বজনীন ভালোবাসাটাকেই বুঝাতে চাচ্ছি।

একটা অচেনা মেয়ে বা ছেলে, তিন’মাস কিংবা পাঁচ’মাসের পরিচয়ে; কি এমন ভালোবাসা তোমর হলো, যে তার অবহেলা কিংবা এড়িয়ে চলার জেরে নিজেকে একটু কন্ট্রোলে রাখতে পারো না, নিজের উপরই কষ্টের বা আঘাতের বোঝা চাপাও। এই ক’দিনের সম্পর্কের জেরে বাবা-মা বা প্রিয় জনের বিশ বাইশ বছরের ভালোবাসা কী তুমার মনে পরে না? এই #দেহটা তুমার, কিন্তু এই জীবনটা তুমার একার না, এই জীবনের সাথে জড়িত আছে তোমার বাবা-মা আর প্রিয় জনের সুখ-দুঃখ, ভালো থাকা বা মন্দ থাকা। তো এই তুচ্ছ কারণে নিজের ক্ষতি হোক এমন কিছু করো না, জানি এমন একটা সময় পার করছো- আমার কথাগুলো একটুও ভালো লাগবে না। হয়তো বলতেও পারো- “ভালোবাসার তুমি কি বুঝবা?” আসলে আমি তুমাদের মতো করে হয়তো বুঝবো না, কিন্তু অনেক কিছুই হৃদয় দিয়ে বুঝার ক্ষমতা আমার আছে।

আজকাল পত্রিকা, টেলিভিশন খুললেই খুব বেশি চোখে পরে আত্নহত্যা, গুম অথবা খুন। আর যখন দেখি এর বেশির ভাগটাই ঘটেছে প্রেম বা পরক্রিয়া প্রেমের জের ধরে- তখন এই বিষয়টার প্রতি ঘৃণা অাসাটা কী অস্বাভাবিক? একজন মানুষ কেন আত্নহত্যা করে, এই বিষয় নিয়ে অনেক ভাবতে ভাবতে কিছু কারণ আমি পেয়েছি। এবং একটা বিষয় এমন যে একটা মানুষের আনন্দঘন সময়টাকে আরো বহুগুন বাড়িয়ে দিতে পারে কিছু ভালো সঙ্গী অার একটা মানুষের দুঃখ, কষ্ট বা হতাশা বহু গুণে বাড়িয়ে দেয় একাকিত্ব। কষ্ট বা হতাশার সময় মানুষ যখন একা থাকে, তখন তার হতাশা বা কষ্ট চরম পর্যায়ে চলে আসে। তখন কোনটা ভুল, কোনটা ঠিক এইবোধটা কাজ করে কম। এই হতাশার চরম পর্যায়ে কেউকেউ মাদক গ্রহন করে কষ্টটাকে ভুলে থাকতে চায়। আবার কেউকেউ কষ্টকে মেনে নিতে না পেরে আত্নহত্যা করে, সাময়িক সমস্যার চিরস্থায়ি সমাধানের পথ বেছে নেয়। একটা সম্ভাবনা ময় জীবন বিষ খেয়ে কিংবা ঝুলে শেষ হয়ে যায়। এরকম অহরহ ঘটনা আমাজের সমাজে প্রতিনিয়তই ঘটে। মানুষ চরম হতাশা বা কষ্টর সময় তাকে কখনই একাকি থাকতে দেয়া ঠিক না, তখন শয়তানের নানান কুমন্ত্রণায় সে ফেসে যেতেই পারে।

একটা মানুষ আত্নহত্যা করার আগে কিছু কাজ করে, অনেক সময় এই কাজ গুলো বিপদের সংকেতই দেয়ঃ

১)বড় ধরনের কোনো সমস্যার মাঝে পড়লে সে বার বার বলে, নাহ আর পারছি না। এবং বিষন্নও চিন্তিত দেখায় তাকে।। যেমন—প্রেমে ব্যর্থ হয়ে তীব্র মানসিক কষ্টে পড়ে গেলে। বা খুব বেশি ঋনে তলিয়ে গেলে।
২) ঘনিষ্ঠজনদের দূরে ঠেলে দেয়। নিজেকে অন্যের ওপর বোঝা মনে করে। ব্যক্তি যখন মরে যাবে, সবার থেকে অনেক দূরে চলে যাবে এমনটা বলতে শুরু করে।
৩) অধৈর্য হয়ে পড়ে। বিরক্তি বেড়ে যায়। নিজেকে ঘৃণা করে। প্রাথমিক অবস্থায় কেউ যদি নিজেকে নিজে আহত করে।
এছাড়াও আরো কিছু বিষয় লক্ষ করা যায় ব্যাক্তি বিশেষে..তবে এই লক্ষণগুলো কারো মধ্যে দেখা গেলেই নিশ্চিত বলা যাবে না, সে আত্নহণন করবে.। এক্ষেত্রে তার সাথে সঙ্গদিতে হবে, সময় কাটাতে হবে। তার ভালো লাগতো বা স্বপ্ন ছিলো এমন কাজের কথা আলোচনা করতে হবে.।

সুইসাইড বিষয়টা আমি কখনই মেনে নিতে পারি না, সৃষ্টিকর্তার দান- এতো সুন্দর একটা জীবন! মানুষ কেন সুইসাইড করবে!!!??
তাই “ এগেইনস্ট সুইসাইড” অবস্থান করছ..

হাবিব রহমান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৫

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: ভালো লিখেছেন।

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: ধন্যবাদ দাদা।
আসলে এমনটা অহরহ ঘটছে.. এবং সমাজের জন্য একটা ভাইরাসের মতো হয়ে গেছে.

২| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


তরুণ তরুণীরা কেন আপনার মতো ভাবে না? এদের শরীরে কিছু একটা আছে, যেটা মনের চেয়ে বড়, মনে হয়; আপনার থেকে আলাদা এরা।

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৪

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: কেন ভাবে না, সেটা বলতে পারছি না দাদা।
তবে এতোটুককু বলতে পারি, তারা আসলে ভালোবাসার স্বার্থকতা বুঝে না, তারা আবেগের জোড়ারে ভেসে বিপথে চলে যা..।
পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজের মধ্যে অন্যতম হচ্ছে উত্তেজনা আর আবেগকে নিয়ন্ত্রণ করা.। কিন্তু আমাদের অনেক তরুণ তরুণীরা এই জায়গাটায় পরাজিত.. তাই জন্যে ই.।

৩| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

মোস্তফা সোহেল বলেছেন: পুলাপাইন আবেগে ভেষে যায় তারা বাস্তবতা বোঝার চেষ্টা করে না।

৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: হুমমম। সত্য বচন.. দাদা

৪| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোবাসা একটি মানুষিক রোগ।

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৫

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: ভালোবাসা একটি মানুষিক রোগ।” এর সাথে একমত হতে পারলাম না.. কেন বা কিভাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.