নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাংলাদেশী,আমি একজন মুসলমান।

মোঃ ইকবাল ২৭

হোসেন ২৭

মোঃ ইকবাল ২৭ › বিস্তারিত পোস্টঃ

আবার শুরু হলো অক্সফোর্ডের টিকার ট্রায়াল

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৬

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা টিকা সাময়িক স্থগিতের পর আবার ট্রায়াল শুরু হয়েছে। গত বুধবার অ্যাসট্রোজেনেকার পক্ষ থেকে বলা হয়, এক সেচ্চাসেবী হওয়ায় টিকার ট্রায়াল সাময়িক বন্ধ ছিল। একাধিক মাধ্যমে জানা গিয়েছে অসুস্থ সেচ্চাসেবী ‘‘ট্রান্সভার্স মাইলিটিসি’’ নামে অসুখে আক্রান্ত হয়েছিলেন। এতে স্নায়ুর রজ্জুতে ব্যথা অনুভূত হয়েছিল। তবে পরবর্তীতে জানা গেলো এতে টিকার ট্রায়ালে কোন অসুবিধা নেই। বর্তমানে সারা বিশ্বে করোনার যে কয়টি টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে এর মধ্যে অ্যাসট্রোজেনেকা ও অক্সফোর্ডের টিকা অন্যতম। যুক্তরাজ্য ব্যতীত এই টিকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে ট্রায়াল চলছে। বাংলাদেশ সরকার সবার সাথে সম্পর্ক ভাল রেখেছেন, রাখার চেষ্টায় আছেন। টিকার জন্য সবার সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। সঠিক সময়ে যেখান থেকেই হোক টিকার ব্যবস্থা করবেন বলে সরকার প্রধান আশ্বাস দিয়েছে। আশ্বাসে ভরসা রাখা যায়, কারন এসব বিষয়ে সরকার কার্পন্য করেন না। দেশের করোনা পরিস্থিতি ভয়ানক কিনা আগের মতো খবর টবর পাচ্ছি না। তবে টেলিভিশনে প্রতিদিন হেডলাইনে মৃত্যু হার আগের মতোই দেখা যাচ্ছে। সামনে শীতকাল, শীতে করোনার প্রকোপ বাড়বে। বিশ্বের করোনায় যে সব দেশে সবচেয়ে বেশী প্রানহানি ঘটেছে, সে সব দেশে সে সময় শীতের প্রকোপ বেশী ছিল। বাংলাদেশের আবহাওয়া গরম হওয়ার পরও নাজুক অবস্থায়। তাই শীঘ্রই শীতের আগে যদি টিকা না আসে বাংলাদেশের জনগনের জন্য অসুবিধা হতে পারে।এটি ভাবনার বিষয় হলেও না ভেবে টিকার জন্য ভাবা উচিৎ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.