নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাইভ বা সরাসরি সম্প্রচার বলতে আসলে কিছুই নেই !!!
আমরা যে ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম(আল্ট্রা ভায়োলেট থেকে ইনফ্রারেড) অর্থাৎ আলো দেখতে পাই তার গতি হচ্ছে শূন্যস্থানে ৩ লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে।
আমাদের চোখে তাই কোন দৃশ্যমান আলো থেকে প্রতিক্রিয়া হতে ১.৩ ন্যানো সেকেন্ড সময় লাগে। এজন্যই ফ্যানকে বা চাকাকে আমরা ঘূর্ণায়মান দেখতে পাই , রিয়েল টাইমে অর্থাৎ সরাসরি দেখতে পেলে এগুলো স্থির অবস্থায় দেখা যেত ।
আকাশে তাকালেই যে চাঁদের উপরে চোখ যায় সেটা পৃথিবী থেকে ৩ লক্ষ ৮০ হাজার কিঃমিঃ দূরে কাজেই চাঁদকে আমরা ১.২ সেকেন্ড অতীতে দেখি।
সূর্য পৃথিবী থেকে ১৫ লক্ষ কোটি কিঃমিঃ দূরে । তাই সূর্যকে আমরা ৮ মিনিট অতীতে দেখি । একইভাবে চাঁদের ঠিক ডানে যে জ্যোতিষ্ক দেখা যায় অর্থাৎ মঙ্গল গ্রহ সেটি আমরা দেখতে পাই ১৫ মিনিট পূর্বের অবস্থায় !!!
যারা সেইন্ট মার্টিন দ্বীপে গিয়েছেন তারা নিশ্চয়ই আকাশে তারার একটি সারি লক্ষ করেছেন যার নাম মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ । এটি আমাদের মাতৃ গ্যালাক্সি । আমাদের সৌরজগত হলো এই মিল্কিওয়ে গ্যালাক্সির ১০০ বিলিয়ন নক্ষত্রের একটি ! ওটি অর্থাৎ মিল্কিওয়ে আমরা ২৫ হাজার বছর পূর্বের অবস্থায় দেখছি !!!
এতো গেল ধারের কাছের জিনিস এখন যদি সৌরজগতের গ্যালাক্সি অর্থাৎ মিল্কিওয়ের নিকটতম গ্যালাক্সি মানে অ্যান্ড্রোমিডা থেকে পৃথিবীর দিকে তাকান হয় তাহলে এখন ডাইনোসর দেখা যাবে অর্থাৎ বর্তমান যুগের আলো এখনো যেয়ে পৌঁছেই নি ওখানে। আরো ৬০ মিলিয়ন বছর পর বর্তমান যুগটাকে দেখা যাবে !!!
কাজেই লাইভ বলতে কিছু নেই । সবই পুরনো
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২০
রসায়ন বলেছেন: হুম । ঠিক তাই
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১২
সালাহ উদ্দিন শুভ বলেছেন: অদ্ভুত ব্যাপার সাপার। লাইভ বলতে তাহলে আসলেই কিছু নেই!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২০
রসায়ন বলেছেন: হুম। একই ভাবে স্থির বলেও কিছু নেই। সে বিষয়ে আরেক পোস্টে বলবো
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭
আবু তালেব শেখ বলেছেন: নতুন জানলাম।
,,,,, যারা সেইন্ট মার্টিন দ্বীপে গিয়েছেন তারা নিশ্চয়ই আকাশে তারার একটি সারি লক্ষ করেছেন,,,,,,,,,,,
,,,,,,,,
,,,প্রশ্ন, ,,সেন্টমার্টিন দ্বীপ বাদে অন্য কোথাও দেখা যাবে না ভাই
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২২
রসায়ন বলেছেন: সেন্টমার্টিন দ্বীপ বাদে দেখা যাবে তবে আকাশ পরিষ্কার থাকা বাঞ্চনীয় । পরিস্কার বলতে ধুলোবালি ও আলো মুক্ত যা শহরে সম্ভব নয় , গ্রামে হয়তো সম্ভব তবে শীত কালেই। তবে সাগরের নির্জন এলাকায় এটা সর্বদাই সম্ভব
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২
বিজন রয় বলেছেন: বুঝলাম।
যা ঘটে আসলে সেটাই অতীত সে হোক ন্যানো সেকেন্ড আগে।