নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গা সংকট নয় , বড় সমস্যা | পর্যবেক্ষণ পোস্ট

০১ লা জুন, ২০১৮ রাত ৯:৪৬

বাংলাদেশ আগামী দিনের সবচেয়ে বড় সমস্যা হতে যাচ্ছে কোনটি ???


চুরি , ডাকাতি , দুর্নীতি ????

না.......

এসবের কোনটাই না.....


আগামীদিনের সবচেয়েবড় সমস্যা হবে রোহিঙ্গারা। আর হবে টবে তো পরে অলরেডি শুরু হয়েগেছে এদের উৎপাত।

১০ লাখ মানুষ , আগের আছে আরো পাঁচ লাখ এই মোট পনের লাখ কেবল সরকারি হিসেব । আর প্রকৃত সংখ্যাটা যে কতবড় সেটা তো হিসেবের বাইরে।

এই বিপুল পরিমাণ রোহিঙ্গা আমাদের মতো ক্ষুদ্র আয়তনের দেশের জন্য মারাত্মক সমস্যা। বাংলাদেশ এর জনসংখ্যার ঘনত্ব ১০০০ জন/প্রতি বর্গ কিলোমিটারে !!! এমনিতেই এত মানুষের চাপ সামলানো কঠিন এরপরে এত ননপ্রোডাক্টিভ , অশিক্ষিত , কুসংস্কারাছন্ন লোকের চাপ বাংলাদেশের উপরে পড়লে সেটা আমাদের জন্য মারাত্মক ব্যাপার ।


আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সেনাবাহিনীর অফিসারদের থেকে জেনেছি এরা প্রচন্ড উগ্রবাদী। এরা এখন ওই এলাকার স্থানীয় বাংলাদেশি এমনকি আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকেও মানছে না । এরা বলছে আমরা খাচ্ছি বিদেশিদের সাহায্য তাই বাংলাদেশিদের কথা আমাদের মানার প্রয়োজন নেই ! কক্সবাজারে অপরাধের ৮০% করছে রোহিঙ্গারা । ইয়াবা মাদক , পতিতাবৃত্তি সব কিছুতে জড়িয়ে পড়ছে এরা।

কেউ চাইলে কক্সবাজার যেয়ে এদের উগ্রতার মাত্রা দেখে আসতে পারেন ।

এরথেকেও বড় সমস্যা এরা জন্ম নিয়ন্ত্রণে অনাগ্রহী । একেক পরিবারে ৮/১০ জন করে সন্তান !!! এদের ফার্টিলিটি যেরূপ দেখা যাচ্ছে তাতে অচিরেই এদের সংখ্যা দ্বিগুন তিনগুণ হয়ে যাবে।
এত বিপুল সংখ্যক অশিক্ষিত লোক আমাদের জন্য বিরাট বোঝা। আর কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় এদের উপস্থিতি পর্যটন ও পরিবেশের জন্য হুমকি ।

জার্মানি ও ইউরোপ অনেক শরণার্থী নিয়েছিল কিন্তু তাদের জনসংখ্যার ঘনত্ব ও জিডিপি আমাদের চাইতে অনেক ভালো অবস্থায় কাজেই তাদের সাথে আমাদের তুলনা করে লাভ নেই ।

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সামরিক বাজেট হলো সৌদি আরবের , তুর্কির আর পাকিস্তানের কাছে যে পরিমাণ লকহিড মার্টিনের তৈরি এফ-১৬ যুদ্ধ বিমান আছে তাতে মায়ানমারের মতো দেশ দশ মিনিটে ধুলিস্মাৎ করে দেয়া যায় , মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সাবমেরিন যদি মায়ানমারের কোস্টাল এরিয়ায় আক্রমণ করতো তবে এরকম মায়ানমার না খেয়ে মরে যেতো । কিন্তু এসব দেশ কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। দুই চারটা কার্গো বিমানে ত্রাণ পাঠিয়ে আর কি লাভ !

সব দায়দায়িত্ব আমার এই ছোট্ট দেশটার উপর !!!

আর শালার কার কাছে কি চাইছি ! সৌদি আরব নিজেই তো সন্ত্রাসী দেশ । ইয়েমেনের হাজার হাজার লোকের হত্যাকারী । আরবকে অস্থির করে রাখার মূল নায়ক । সে আর কি দরদ দেখাবে ছয় হাজার মাইল দূরের দেশের জন্য !


আর আমাদের প্রাণপ্রিয় বন্ধুরাষ্ট্র ভারতের ভূমিকা নাইবা বললাম । ভারতের সেনাবাহিনী ভারত অধ্যুষিত কাশ্মীরে যে রকম পেলেট গান ব্যবহার ও সিভিলিয়ান কিলিং করে পরিস্থিতি কন্ট্রোল করছে তাতে বিশ্বের অনেক দেশ আর মুসলিম দেশগুলো তো বটেই প্রতিবাদ জানালেও বাংলাদেশ কিন্তু চুপ ছিল । এমনকি ভারতের উরি মিলিটারি ক্যাম্পে হামলার প্রতিবাদে ভারতের প্রতি বন্ধুত্বের নিদর্শনস্বরূপ বাংলাদেশ পাকিস্তানে আয়োজিত সার্ক সম্মেলনও বর্জন করেছিল !

প্রতিদান ???

আমাদের ক্রাইসিস মোমেন্টে ভারতের পিএম মোদি ও বিজেপি মায়ানমার যেয়ে তাদের সাপোর্ট দিয়ে এসেছেন ! রোহিঙ্গা নিয়ে একটি কথাও বলেননি !


আরে ভাই বিমানে যতই ত্রাণ পাঠাক না কেন ওসব তো আর স্থায়ী সমাধান হলো না আসল কাজেই তো সাপোর্ট নেই।
এত গেলো একটি ব্যাপার । সাম্প্রতিক সময়ে ভারতের ত্রিপুরায় আবার দেড়কোটি লোককে "বাংলাদেশি" হিসেবে চিহ্নিত করা হয়েছে । হয়তো সামনে তাদেরও পাঠানো হবে বাংলাদেশে !!!



মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


সমস্যার শেষ নেই; তবে, ভারত সাহায্য করছে না, সৌদীরা বার্মা আক্রমণ করছে না, তুর্কিরা বার্মাকে মাটিতে মেশাচ্ছে না কেন; এগুলো সমাধান নয়।

০১ লা জুন, ২০১৮ রাত ৯:৫৮

রসায়ন বলেছেন: এইতো বললাম । নিজেদের কাজ নিজেদেরই করতে হবে।

২| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাংলাদেশে পররাষ্ট্রনীতিতে বরাবরই দুর্বল! এবারো সেটা প্রমানিত হল। এই সমস্যার ভবিষ্যৎ অন্ধকার...:(



@"তুর্কির আর পাকিস্তানের কাছে যে পরিমাণ লকহিড মার্টিনের তৈরি এফ-১৬ যুদ্ধ বিমান আছে তাতে মায়ানমারের মতো দেশ দশ মিনিটে ধুলিস্মাৎ করে দেয়া যায়"
--- আন্তর্জাতিক রাজনীতি বোঝেন না? এখন চাইলেও কোন দেশ যুদ্ধে জড়াবে না।।

@"এরা বলছে আমরা খাচ্ছি বিদেশিদের সাহায্য তাই বাংলাদেশিদের কথা আমাদের মানার প্রয়োজন নেই।"
-- এটা একটু বেশী বলেছেন। গত জানুয়ারিতে আমি কুতুপালং থেকে ঘুরে এসেছি! বস্তির চেয়ে খারাপ অবস্থা! ঐ পরিবেশে আপনি একমাসও থাকতে পারবেন না!

যদিও,
ইদানিং রোহিঙ্গাদের আমিও সহ্য করতে পারি না!X(

০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

রসায়ন বলেছেন: পররাষ্ট্রনীতি দুর্বলই না শুধু , মহা দুর্বল

৩| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রোহিঙ্গারা এমন এক জাতি যারা মরণের পর মুক্তি পাবে।

০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

রসায়ন বলেছেন: কিন্তু তার আগে আমাদের ভুগতে হবে ।

৪| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:৩৬

হবা পাগলা বলেছেন: ভুল রাজনৈতিক সিদ্ধান্তের ফলাফল।

০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

রসায়ন বলেছেন: সহমত

৫| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:৫৯

হবা পাগলা বলেছেন: ভুল রাজনৈতিক সিদ্ধান্তের ফলাফল কখনই রাজনিতিবিদরা ভোগ করে না, ভোগ করে সাধারন জনগন।

০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

রসায়ন বলেছেন: বর্ডার খুলে দিতে তো বিএনপিই পীড়াপীড়ি শুরু করেছিল ।

৬| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: রোহিংরা আমাদের দেশে এসেও ভালো নেই। তাদের জন্য খুব মায়া হয়।

০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

রসায়ন বলেছেন: ভালো নেই সেতো ঠিক আছে কিন্তু আমাদেরও এই সামর্থ্য নেই তাদের বসিয়ে বসিয়ে খাওয়ানোর

৭| ০৭ ই জুন, ২০১৮ সকাল ১১:১৬

প্রথমকথা বলেছেন: ভব্যয্যিত বাংলাদেশের জন্য রোহিঙ্গারা একটা কঠিন সমস্যা। সরকার এই দিকে নজর দিতে হবে।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৭

রসায়ন বলেছেন: নজর তো প্রথমেই দেয়া দরকার ছিল ।

৮| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:২২

উদাসী স্বপ্ন বলেছেন: জঙ্গল গুলো আগেই শেষ। এখন ইয়াবা আর জঙ্গি সমস্যা এরা আরো প্রকট করে তুলছে

১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৮

রসায়ন বলেছেন: ১০-১৫ লাখ অশিক্ষিত লোক বাংলাদেশের জন্য অনেক বড় সমস্যা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.