নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
CGPA...................................................!
সিজিপিএ যতোই হোক চাকরিটা ওই পরীক্ষা দিয়েই নিতে হবে, হয়তো সিজিপিএ একটা ভালো ইমপ্রেসন এনে দেবে কিন্তু চাকরির পরীক্ষায় ফলাফলই হলো মুখ্য ।
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও অনেকে মনঃপুত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হতে পারে না একই ভাবে অনেকে জিপিএ-৫ না পেয়েও সফল হয়ে যায় এই ক্ষেত্রে।
আবার অনেকে উঁচু সিজিপিএ নিয়েও IELTS ও বিভিন্ন ভাষাগত পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়ে বা পিছনের পজিশনে থেকে বিদেশে পড়তে যেতে পারেন না আবার অনেকে অপেক্ষাকৃত কম সিজিপিএ নিয়েই ভাষাগত দক্ষতা ও আইইএলটিএস পরীক্ষায় ভালো স্কোর পেয়ে বিদেশে পড়াশোনা করতে যেতে পারছেন ।
তার মানে চাকরির পরীক্ষায় বা যেখানে যেটা দরকার সেটার উপরেই ফোকাস করা বা নির্ভর করে চেষ্টা করা উচিৎ । এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েও যেমন মনঃপুত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে হয় একই ভাবে এই ব্যাপারটা সারা জীবনের জন্য প্রযোজ্য ।
তবে তাই বলে রেজাল্ট যে ফেলনা ওটাও না, ওটাও কাজে লাগে তবে সেটা সম্পূরক হিসেবে । মূল সফলতা কিংবা ব্যর্থতা পুরোটাই যে স্টেজ ওই স্টেজের মূল প্রস্তুতির ও ফলাফলের উপরে নির্ভরশীল । শুধু বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ দেখিয়ে কোন চাকরিও হয় না আবার বিদেশেও যাওয়া যায় না এর জন্য এমপি থ্রি বা ওই IELTS এর প্রস্তুতিই প্রয়োজন ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
রসায়ন বলেছেন: ধন্যবাদ ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: বাপের প্রচুর টাকা থাকলে আর চিন্তা নাই।
অথবা ক্ষমতাবান মামা চাচা।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৫
রসায়ন বলেছেন:
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
সৈয়দ ইসলাম বলেছেন:
আপনি দেশে না বিদেশে?
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৫
রসায়ন বলেছেন: দেশেই ভাই ।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
ইব্রাহীম আই কে বলেছেন: ভালো লাগলো।