নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

হিন্দি নাচ গান ও ইনফেরিওটি কমপ্লেক্স | মতামত পোস্ট

২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৫

মুভি বা চলচ্চিত্র বিনোদনের অন্যতম মাধ্যম । এটি ছাড়াও বিভিন্ন সিরিয়াল বা শো-ও বিনোদনের অনেক বড় একটা মাধ্যম । এগুলোকে নিছক বিনোদন বললে ভুল বলা হবে । বিনোদনের বাইরেও এসবের বিস্তৃত একটা প্রভাব আছে আমাদের জীবন ও সমাজে । মুভি বা সিরিয়াল যেমনি আমাদের বিনোদন দিচ্ছে একইভাবে আমাদের মধ্যে হয়তো আমাদের অজান্তেই তৈরি করছে নানা রকম ধারনা ও বিশ্বাস । হঠাৎ একটা জিনিস দেখা আর বার বার একই ধরনের জিনিস দেখার মাঝে একটা কোয়ালিটিটিভ পার্থক্য আছে । বার বার একই জিনিস বা একই ধরনের জিনিস দেখলে ওই জিনিসটা আমাদের মনকে হয়তো খুব বেশি প্রভাবিত করতে পারে । আমাদের আচরণেও পরিবর্তন আসে । তবে সবারই যে আসে ওরকমও না ব্যাপারটা ।

সিনেমা ও সিরিয়ালের অভিনয় দেখে, কলাকুশলীদের দেখে আমাদের মাঝেও একটা পরিবর্তন আসে । দেখা যায় যে, আমাদের কথা বলার স্টাইল, ভাষা, ভাবনা, কোন কাজের ব্যাপারে সিদ্ধান্ত এসবে সমূহ প্রভাব বিস্তার করতে পারে আমাদের দেখা প্রিয় মুভি/শো । যেমন কয়েক বছর আগে কলকাতায় একদল কিশোর "বস" মুভির অনুকরণে মাফিয়া হওয়ার চেষ্টা করেছিল পরে তারা পুলিশের হাতে ধরা পড়ে । একইভাবে ক্রাইম শো দেখে সে অনুকরণে মানুষ হত্যার ঘটনাও বাংলাদেশে ঘটেছে । এছাড়া আমাদের সমাজে কলকাতার স্টার জলসার ও জি বাংলা চ্যানেলের বদনাম আছে পারিবারিক কলহ দেখানোর মাধ্যমে আমাদের দেশের এসব অনুষ্ঠানের দর্শকদের মাঝেও এসব পারিবারিক ঝামেলা বা সোজা বাংলায় "কূটনামির" বিস্তার ঘটাচ্ছে ।

আচ্ছা বেশি বেশি হিন্দি বা পশ্চিমা ধাঁচের নাচ গান দেখলে সেটার প্রভাব কি আমাদের উপরে পরে না ?
বেশি বেশি হিন্দি গান নাচ এসব দেখে আমাদের মাঝেও অজান্তে একধরনের আকাঙ্খার তৈরি হচ্ছে না ? আমরাও কি চাইছি এমনই হতে হবে বউ বা স্বামী ? এসব দেখে কি ইনফেরিওটি কমপ্লেক্স কাজ করছে না আমাদের মাঝে ?

গ্রামের বাড়িতে শুনলাম এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছেন, হিন্দি সিনেমার নায়িকাদের মত স্লিম ফিগার না করতে পারার জন্যে ।


অনেক সিনেমা বা শো আমাদের জীবনকে ভালো গাইডলাইন যদি দিতে পারে বলে দাবি করা হয় তবে এসব আমাদেরকে যে ইনফেরিওটি কমপ্লেক্সে ভোগাচ্ছে না সেটার গ্যারান্টি কি !

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: প্রচুর মুভি দেখলে তার প্রভাব পড়ে।
আমি তো সাউথ অইন্ডিয়ান মুভি দেখে নিজের অজান্তেই ওদের নকল করতে চেষ্টা করি।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১৫

রসায়ন বলেছেন: হ্যাঁ ভাই । অনেকেই এটা করে । আর এর প্রভাবও পড়ছে সমাজে ।

২| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫০

একাল-সেকাল বলেছেন:
আমার জানামতে, সালমান শাহ 'র মৃত্যু ৬ সেপ্টেম্বর ১৯৯৬ ইং পরবর্তী সময়ে আত্মহত্যা, সংসার ভাঙ্গার মত ঘটনা ঘটেছে সব ক' টার জন্য ভারতীয় অনুষ্ঠানমালা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে দায়ী।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১৫

রসায়ন বলেছেন: একদম ঠিক বলেছেন :(

৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: আমি এই বিষয়গুলো নিয়ে একটি রোস্ট পোস্ট দিয়েছিলাম, সেখানেই সব বলেছি, চেক করতে পারেন।

এসব বিষয় নিয়ে ব্লগারদের লেখা উচিৎ বেশি করে, সমাজ পাল্টাতে পারে শক্তিশালী, চেতনাসম্পন্ন ব্লগিং। ধন্যবাদ আপনাকে।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১৭

রসায়ন বলেছেন: আচ্ছা তাই নাকি ? আপনার পোস্টটি চোখে পড়েনি । লিংকটা দিলে ভালো হতো, নয়তো নিজেরই খুঁজে নিতে হবে ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮

নেওয়াজ আলি বলেছেন: প্রচন্ড প্রভাব পড়তেছে।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১৭

রসায়ন বলেছেন: হুম ভাই :((

৫| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯

নীল আকাশ বলেছেন: যারা ভিন্ন দেশি সংস্কৃতি দেখে হুবুহু ফলো করে তারা মোটাদাগে নিন্মবুদ্ধি সম্পন্ন।
একদেশের আচার লোকাচার আরেক দেশে মতো হতে পারে না। এইদেশের মানুষ বরাবরই নিজেদের স্বকীয়তা কী সেটা নিয়ে হাবুডুবু খেয়ে বেড়িয়েছে! আজকে উর্দু তো কালকে হিন্দী। মাঝখান থেকে পাটা আর পুতার ঘষায় বাংলার প্রাণঊষ্ঠগত।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১৯

রসায়ন বলেছেন: মানুষ তো স্বভাবতই অনুকরণপ্রিয় । ভালো জিনিস তাই যেমনি তাদের প্রভাবিত করতে পারে তেমনি খারাপগুলোও । আর সেটাই ঘটছে এখন ।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথমে লিংক দেইনি কেননা সেকেন্ড লাস্ট পোস্ট, খোঁজা কঠিন হতোনা, তবুও বললেন যখন লিংক রেখে গেলাম: view this link

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩৯

রসায়ন বলেছেন: ধন্যবাদ ভাই । চমৎকার লিখা । মন্তব্য করেছি আপনার পোস্টে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.