![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাঁদে ত্রাসে, স্রষ্টার চেয়ে সৃষ্টি পাছে বা বড় হয়ে তারে গ্রাসে। (কাজী নজরুল ইসলাম)
১। নোরা ফাতেহিকে দেখলে দুম্বার কথা মনে পড়ে কেন?
২। বিএনপি ভারতীয় পণ্য বয়কট করার জন্য ক্যাম্পিং করলে ইজরায়েলি পণ্য বয়কটের জন্য ক্যাম্পিং করে না কেন?
৩। অপু বিশ্বাস আর বুবলি কেন শাকিব খানকে ভালোবেসেছিল?
৪। নায়িকা পরীমনিকে যৌন হয়রানি করে কীভাবে?
৫। যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে, ফিলিস্তিনে খাদ্য অভাব রয়েছে।সবাই ক্ষুধার্ত। কিন্তু তারা ফিলিস্তিনে খাবার পাঠায় না কেন?
৬। কানাডা যদি ইসরায়েলকে অস্ত্র রপ্তানি বন্ধ করে দেয় তাহলে আগে বন্ধ করেনি কেন?
৭। সাকিব আল হাসানে এতো টাকা থাকতে জুয়াড়ি হওয়ার কী প্রয়োজন?
৮। যুদ্ধপরাধীদের বিচার করতে পারলে সিন্ডিকেট ভাঙতে পারে না কেন সরকার?
৯। সাকিব আল হাসান যদি বিএনপিতে যোগ দিতে চাইতো তাহলে নৌকা চালিয়ে এমপি হলো কেন?
১০। তামিম ইকবাল আর সাকিব আল হাসান কী মাঝরাতে গোপনে ফোনে কথা বলে?
১১। মদ যদি শুল্ক ছাড়া আসে তাহলে মদ দারাজে বিক্রি হয় না কেন?
১২। ভারতকে বয়কট করলে সবাই পেঁয়াজকে বয়কট করে না কেন?
১৩। বাইডেন আর নেতানিয়াহু কি আপন ভাই?
১৪। ভারতের 'শয়তান' সিনেমা যদি এতো টাকা আয় করে তাহলে আরো বড়ো শয়তান কত টাকা আয় করে?
১৫। হলিউডে ভালো মুভির পার্শ্বসেরা চরিত্রগুলো ইহুদি অভিনেতা-অভিনেত্রীরা পায় কেন?
১৬। আমেরিকান বড়ো বড়ো গানের শিল্পীদের মা বা বাবা ইহুদি হয় কেন?
১৭। সরকার প্রতিবছর বলে, রোজাতে পণ্যের দাম কমবে।কিন্তু উল্টো পণ্যের দাম বেড়ে সেখান থেকে চার-পাঁচ টাকা কমে যায় কেন?
১৮। ফিলিস্তিনিদের উপর জঙ্গি ইসরায়েল হামলার পর থেকে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা বেড়ে গেল কেন?
১৯। পুতিন আর শেখ হাসিনা কি ভাইবোন? তারা কি খায়? আচ্ছা, ওরা সকালে কী কী খায়?
২০। যেসব নায়িকারা ফ্লপ হয় তারা বিয়ে করে হাতাকাটা ব্লাউজ পরে স্বামীকে ডিভোর্স দেয় কেন?
২১। চারদিকে সবাই আত্মহত্যা করলেও নেতানিয়াহু আর বাইডেন কেন আত্মহত্যা করে না?
২২।বারাক ওবামা পৃথিবীকে বাঁচানোর জন্য বিনিয়োগ করতে বললেন কিন্তু তিনি তার সময় এতো এতো যুদ্ধ লাগিয়ে ঘরে কেন বসে ছিলেন?
২৩। চীন আর ভারতের মধ্যে যদি এতোই টানাপোড়েন থাকে তাহলে ভারতের বেশিরভাগ পণ্যই চায়নিজ কেন?
২৪। জামায়াতে ইসলামী যদি আওয়ামী লীগের বিপক্ষে থাকে তাহলে তাদের বড়ো বড়ো ব্যবসার শেয়ারে আওয়ামী লীগের নেতারা কেন?
২৫। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি প্রাচ্যের অক্সফোর্ড হয় তাহলে সেখান থেকে শুধু রাজনীতিবিদ আর কপালে টিপ দেয়া মেয়ে বের হয় কেন?
২৬। অস্ট্রেলিয়া আফগানিস্তানের নারী ও শিশুর মানবাধিকারের অবনতি দেখিয়ে যদি সিরিজ স্থগিত করতে পারে তাহলে ফিলিস্তিনের নারী ও শিশুদের জন্য কিছু করতে পারেনি কেন?
২৭। আগের চিকিৎসকদের হাতে রুগি মারা যেতো না এখনকার চিকিৎসকদের হাতে রুগি মারা যায় কেন?
২৮। ছাত্রলীগের নেতারাই কেন জোর করে বিয়ে করে আবার স্ত্রী পরকীয়া করে বলে খুন করে?
২৯। ছাত্রদলের নেতারাই কেন বেশি বেশি অনলাইন সংবাদ মাধ্যমগুলোর রিপোর্টার হয়?
২৯। আওয়ামী আমলে মেধার মূল্য নেই-বলেছেন রিজভী।কিন্তু নিজের চোখে দেখেছি ছাত্রদল আর শিবিরের সরকারি চাকুরি হতে।এটা কীভাবে হয়?
৩০। যুক্তরাষ্ট্রের 'পুতুল' সরকারের কথাই বাদই দিলাম।কিন্তু বাংলাদেশ প্রত্যেক সরকার কোন না কোন দেশের জন্য পুতুল নয় কি? বাংলাদেশের সরকার অনেকসময় দুই বা তিন দেশের জন্য পুতুল হয়ে দাঁড়ায় কীভাবে?
৩১। কোন টপিক না থাকলে পরীমনির খবর আবার এসে হাজির হয় কেন?
৩২। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ- কথাটা মানলাম।কিন্তু এতো এতো ফেরেশতা আল্লাহ কী জন্য পাঠিয়েছেন? অন্যদিকে, বাজারে দামে আগুন লাগে কেন?
৩৩। "জয়ের নেতৃত্বে বাংলাদেশে আইসিটি বিপ্লব হচ্ছে "-বলেছেন কাদের।কিন্তু ইন্টারনেটের দাম এতো বেশি কেন?
৩৪। "আন্দোলন করার সক্ষমতা হারিয়েছে বিএনপি"- বলেছেন কাদের।কিন্তু পুলিশের সাহায্য বন্ধ করে দিলে কী হবে?
৩৫। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা মুসলমানদের এতো ভালোবাসেন।কিন্তু ইলিশ নিয়ে তিস্তার পানি দেন না কেন?
৩৬। বিজেপি মুসলিমদের সাথে গন্ডগোল করতে চায় না। কিন্তু তাদের দেশের বিশ্ববিদ্যালয় হলে মুসলিম ছাত্ররা জামায়াতে তারাবীহের নামাজ পড়লে হিন্দু ছাত্ররা আক্রমণ করে কেন?
৩৭। এক দল আরেক দলের বিরুদ্ধে ইফতার পার্টিতে গিয়ে বদনাম করে।কিন্তু যে শুনে আবার ওই দলের বিরুদ্ধে আজেবাজে কথা বলে বলে বেড়ায় সেটা গীবত নয়?
৩৮। "গুণীজনকে সঠিক মর্যাদা দিতে হবে"- বলেছেন আইনমন্ত্রী। কিন্তু এতো এতো মেধাবী পড়াশোনা করে বিদেশ চলে যায় কেন?
৩৯। "আমরা যুদ্ধ চাই না,শান্তি চাই"-বলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু আওয়ামী লীগের ছোটোবড়ো কমিটিতে বিএনপি-জায়ায়াতের নেতাকে পদ দেয়া হয় কেন?
৪০। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন," শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সবখানেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। ক্ষেত্রবিশেষে বাংলাদেশের চেয়ে বেশি বাড়ছে।" আমার প্রশ্ন, মানলাম বেড়েছে।কিন্তু রোজার মধ্যে অন্যান্য মুসলিম দেশে পণ্যের মূল্যে ছাড় দেয়,এদেশে দেয় না কেন?
৪১। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।এদিকে বিএনপির নেতা বলছে, অঘোষিত স্বাধীনতা জন্য আন্দোলন করছে বিএনপি।২৬ শে মার্চ এ যদি অঘোষিত স্বাধীনতা আন্দোলনের জয় হয় তাহলে ১৯৭১ সালের ২৬ শে মার্চ কি থাকবে?
৪২। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিদেশি শক্তির হাত থেকে দেশকে সুরক্ষিত রাখতে সিটিজেন আর্মি গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ।আমার প্রশ্ন, তাহলে যুক্তরাষ্ট্রের হাত থেকে কি আমরা বাঁচতে পারবো?
৪৩। আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধুর নেতারা ছিল বৈষম্যমুক্ত সমাজ।কিন্তু আমাদের দেশের সব সম্পদ ধনীদের হাতে চলে গিয়েছে কীভাবে?
৪৪। "স্বৈরাচারেরও লজ্জাবোধ আছে, কিন্তু বর্তমান সরকারের নেই "বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।ও হ্যাঁ, এই লোকই তো ডিবির হারুন সাহেবের সাথে দলের লোকজন রেখে খেতে বসেছিল। একবার ঘৃণাও লাগলো না?
৪৫৷ ২৮ শে এপ্রিল বাংলাদেশে পাঁচটি টিটুয়েন্টি খেলতে আসবে জিম্বাবুয়ে। সাকিব আল হাসান কী আসবে? আসার তো কথা!
৪৬। "২৫ বছর আগে আমার কোনো প্রেমিকা ছিল না"- বলেছেন বলিউড নায়ক টাইগার শ্রফ।কিন্তু, ২৫ বছর আগে তার প্রেমিকা লাগবে কেন? বলিউডে আসলে কার প্রেমিকা লাগে?
৪৭। মায়ের অসুস্থতার জন্য চলচ্চিত্র থেকে দূরে ছিলাম"- বলেছেন বাপ্পী চৌধুরী। বাপ্পী কবে থেকে নায়ক হলো?
৪৮। 'অরুণাচল চীনের নয়, ভারতের"-যুক্তরাষ্ট্র। হঠাৎ পাশের বাড়ির আন্টির কথা মনে পড়ে গেল কেন?
৪৯। আসামীদের যাতায়াত ভাড়া হিসেবে ১০০০ হাজার টাকা দিতে পরীমনিকে নির্দেশ আদালতের।আদালত এটা জানে কী, ১০০০ হাজার টাকা পরীমনির জন্য রাতের ১ সেকেন্ডের সমান?
৫০। "গাজায় যুদ্ধ চলবে"- বলেছেন নেতানিয়াহু। আমার প্রশ্ন জাগে, সময় কী এটুকুই? সামনে সময় আসবে না? তখন প্রায়শ্চিত্ত করতে হবে না?
২১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: আফসোস আমারও।
২| ২১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৩১ পর্যন্ত পড়ছি। হাঁপাইয়া উঠছিলাম পড়তে পড়তে। বাকিগুলো প্লিজ আপনিই পড়ুন।
ইয়ে, এসব প্রশ্নের উত্তর আমার কাছে কেন জানিতে চাহেন, তাহা কি জানিতে পারি?
২১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: এতটুকু পর্যন্ত পড়েছেন ধন্যবাদ।
৩| ২১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: এত প্রশ্ন মাথায় নিয়ে ঘুমান কেমনে?
২১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: ঘুমাই তো।জেগে থাকলে এসব মাথায় আসে।
৪| ২১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০২
ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার তো সাহস কম না; মিডিয়ার লোকজন সম্পর্কে কথা বলেছেন। গফুকাকা কিন্তু আপনাকে মৌলবাদী ঘোষণা দিয়ে ফেলবে!
২১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: পেটে ক্ষুধা থাকলে সাহস থাকবে।পণ্যের দাম সাহস বাড়াতে বাধ্য করেছে।
৫| ২১ শে মার্চ, ২০২৪ রাত ৮:০১
জ্যাক স্মিথ বলেছেন: বুঝা গেলো আপনি সারাদিন অনলাইন নিউজপোর্টলগুলোতে পরে থাকেন, তবে প্রতিটি বিষয় নিয়ে আলাদা আলাদা আলোচনা হতে পারে, কিন্তু আপনি একসাথে অনেকগুলো বিষয়ে প্রশ্ন করেছেন এত প্রশ্নের উত্তর দেয়া সম্ভব না।
২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:১১
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: আপনি যখন ওপেরা মিনি নিউজের অ্যাপে যাবেন তখন বিশ্বের খবর নিতে ১৫ মিনিটই যথেষ্ট। এতো সময় নাই ভাই।
৬| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫৫
শেরজা তপন বলেছেন: হুম আমিও হাঁপিয়ে গেছি
২২ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৪৪
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: আহা!
৭| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫২
মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রশ্নের সাথে উত্তর গুলো দিলে ভালো হতো।
২২ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৪৫
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: উত্তর সবার বিবেকে।
৮| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:১০
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেকগুলো প্রশ্ন আমার মাথায়ও ঘুরপাক খায়, কিছু প্রশ্নের উত্তরে আমার জবাবগুলো এইরকম...
১। ভালো করে কিছুক্ষন দেখার পর মনে হলো আপনার কথা সত্য, ওর চেহারার অবয়বের সাথে কোথায় যেন দুম্বার চেহারার সাথে আসলেই মিল খুঁজে পাচ্ছি। আজিব ব্যাপার!
২। বিষয়টি ব্যক্তিগত নয়, রাজনৈতিক তাই।
৩। এরা দুষ্ট লোকজন।
৪। হুম... ব্যাঙের আবার সর্দি কিসের।
৫। কিছু মনে হয় পাঠিয়েছে লোক দেখানোর জন্য।
৬। টাকা কামানোর জন্য।
৭। কারন, ছেলেটা মূলত লোভী আর বেয়াদপ। সে খেলে ও অন্যান্য ভাবে অনেক টাকা কামিয়েছে। সে আমেরিকান মেয়ে বিয়ে করে বাংলাদেশে বসে আছে টাকা আর ক্ষমতার লোভে। এগুলো শেষ হলেই দেশ ছাড়বে সে। মার্ক মাই ওয়ার্ড।
৮। স্বদিচ্ছার অভাব আর এতে সরকারের অনেকেই সরাসরি জড়িত।
৯। বাতাস যেদিকে সে সেদিকেই গিয়েছে, এখানে নীতির কোন বিষয় আছে বলে আমার মনে হয় না।
১০। আই ডোন্ট কেয়ার।
১১। আইনগত বিষয় আছে।
১২। দেশী পেঁয়াজ আছে না?!
১৩। নীতিগত ভাই।
১৪। নো আইডিয়া।
১৫। হলিউডের অনেক মুভি প্রোডিউসার, ইনভেস্টর ইহুদি। টাকা যেখানে সেখানে তাদেরও খুঁজে পাবেন।
১৬। আমেরিকায় অনেক প্রতিভা থাকলেও সবাই সমান সুযোগ পায় না। আর ইন্ডাস্ট্রিও অনেকটাই তাদের দখলে।
১৭। বাংলাদেশে থাকি না তাই এ ব্যাপারে আমার ধারনা কম।
১৮। কারন ইউক্রেনে আমেরিকার অস্ত্র সরবরাহ কমে গেছে, রাশিয়া এই সুযোগটা কাজে লাগাতে চাইছে।
১৯। আই ডোন্ট কেয়ার।
২০। আগে চোখে পড়ে নাই, ভেবে দেখবো।
২১। ওরা "হত্যায়" ইচ্ছুক আত্মহত্যায় নয়।
২২। উনাকে ভালো মানুষ মনে করতাম তবে উনি আসলে দুষ্ট লোক।
২৩। ভারত তার চাহিদার সব নিজ দেশে উৎপাদন করতে পারে বলে আমার মনে হয় না।
২৪। রিজিক আর রাজনীতি এক বিষয় নয়।
২৫। কারন প্রচলিত কথাটি শুধুই কথার কথা, বাস্তবতার সাথে কোন মিল নেই।
২৬। কারন তারা আমেরিকার প্রভাব বলয়ের অর্ন্তগত দেশ।
২৭। কারন তারা প্রশ্নপত্র ফাঁস জেনারেশন বা সম ধারনায় পাশ করা ডাক্তার। প্রকৃত অর্থে পড়াশোনা করা ডাক্তার নন।
২৮। হুম, ইন্টারেস্টিং থট। ভাবতে হবে।
২৯। ক) আপাতত যেহেতু মাঠে নাই, তাই বিভিন্ন ঘাঁটে নোঙর করেছে।
২৯। খ) ওখানে মামা-চাচার কিংবা টাকার একটা বিষয় থেকেই যায়।
৩০। নতুজানু পররাষ্ট্রনীতির কারনে। আর বাংলাদেশের বেশীরভাগ এম.পি. বা মন্ত্রী উচ্চশিক্ষিত লোকজন নয়।
৩১। পত্রিকার ভিউ বা কাটতি বাড়ানোর জন্য। এক শ্রেনীর লোকজন এদের খবর নিয়মিত পড়ে বা খোঁজ-খবর রাখে।
৩২্। চাঁপাবাজি না করলে চলবে কি করে!
৩৩। কাউয়া কা কা করবেই, এটা নিয়ে খুব বেশী সময় নষ্ট করবেন না।
৩৪। বি.এন.পি.-কে অনেকটাই সিস্টেম্যাটিক্যালি চাপে রাখা হয়েছে।
৩৫। বিষয়টি মূলত রাজ্য স্বার্থ সংশ্লিষ্ট, ব্যক্তিগত বা রাজনৈতিক নয় বলে আমার মনে হয়।
৩৬। ভারত মূলত সাম্প্রদায়িক দেশ। মনে রাখতে হবে, তাদের অত্যাচারের কারনেই মুসলিমরা ভাগ হয়ে পাকিস্তান করেছিলো, সেই আন্দোলনে বাঙালী মুসলিমরাও ছিলো। শিখরা আর কাশ্মীরিরাও এখনো তাই চায়।
৩৭। হুম, এটা গীবত বলেই আমার মনে হয়।
৩৮। এগুলো কথার কথা। দেশ চলছে চাপাবাজ আর চাটুকার শ্রেনীর দু'পেয়ে প্রাণী দিয়ে।
৩৯। রাজনীতি করা লোকজন মূলত মিথ্যেবাদী টাইপ হয় তবে "স্বরাষ্ট্র" আর "পররাষ্ট্র" বিষয় দুটোকে এক ভাবা বোকামি।
৪০। উনার কথা আধা সত্য আর মনে রাখবেন বাঙালীরা মূলত অসৎ শ্রেনীর।
৪১। এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা ২০২৪ সাল ১৯৭১ নয়।
৪২। না।
৪৩। নেতারা মিথ্যে বলেছেন। ক্যাপিটালিজম ও অসৎ উপায়ে।
৪৪। ঘৃণাবোধ থাকলেও খাবারতো তার পেটেই গিয়েছে তাই না? লজ্জ্বাবোধ থাকলে রাজনীতি করা সম্ভব নয়।
৪৫। জিম্বাবুয়ে না আসাই ভালো। আর বাংলাদেশ ক্রিকেটকে সাকিব বাদ দিয়ে চিন্তা করা উচিত।
৪৬। ওর বর্তমান বয়স ৩৪ আর ২৫ বছর আগে ৯ ছিলো। আপনার মাথা ঠিক আছে?
৪৭। ঠিক জানি না।
৪৮। আন্টির প্রতিবেশী আমার শত্রু তাই।
৪৯। আদালত জানে তবে সেটা আদালতের বিষয় নয়।
৫০। হুম সময়ও আসবে আর তারা প্রায়শ্চিত্তও করবে।
আজ এতটুকুই।
২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৬
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: ধন্যবাদ। ❤️❤️
৯| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: সংবাদ পড়ে, আপনার মনে অনেক প্রশ্ন জেগেছে।
প্রশ্ন জাগাটাইস স্বাভাবিক।
২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: জি।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আফসোস।