নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেই নেই নেই

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম

আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাঁদে ত্রাসে, স্রষ্টার চেয়ে সৃষ্টি পাছে বা বড় হয়ে তারে গ্রাসে। (কাজী নজরুল ইসলাম)

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম › বিস্তারিত পোস্টঃ

২০২৪ সালের পুরুষ নির্যাতন,খুন ও প্রতারণার কিছু সংবাদ প্রতিবেদন

২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:১৮

চিত্র: ০১


চিত্র: ০২


চিত্র: ০৩


চিত্র: ০৪


চিত্র: ০৫


চিত্র: ০৬


চিত্র: ০৭


চিত্র:,০৮


চিত্র: ০৯


চিত্র: ১০

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

এম ডি মুসা বলেছেন: অতিরিক্ত ক্ষমতা যখন পুরুষের থাকে তখন নারীরা নির্যাতিত হয়। অতিরিক্ত ক্ষমতা যখন নারীদের থাকে তখন পুরুষেরা নির্যাতিত হয়। আমাদের সমাজে এই বৈষম্য গুলি দূর করা প্রয়োজন এরকম একজন মানুষ প্রয়োজন পুরুষ নারীর সমান ভিত্তিতে সমান অধিকার নিশ্চিত করবে। এক পক্ষকে শক্তি দিয়ে অন্য পক্ষকে উৎসাহ দেওয়া কে কখনো ভালো কিছু বলছে না ইতিহাস।

২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: জি।

২| ২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রথম নিউজের টাইটেল দেখে ডরে ঐ জিনিষ তো ভিত্রে ঢুইকা গেছে!

২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: আহারে।

৩| ২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

নতুন বলেছেন: আপনি ১০ জন নারী খুনীর কথা লিখলেন। কিন্তু এই সময়ে বাকী ৯৯০ টা পুরুষ খুনী অপকর্ম করেছে।

আর পরকিয়ার পেছনে নারী এবং আরেকটা পুরুষও আছে।

সমাজে নারীরা এখনো ৯৯% ক্ষেত্রেই নিযর্াতিত হয়। অল্পকিছু নারী আছে যারা পুরুষদের মাথায় কাঠাল ভেঙ্গে খায়।

২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: ঠিক বলেছেন।

৪| ২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি যা বলতে চাইছিলাম, তা অবশ্য নতুন ভাই বলে দিয়েছেন।

এ সমাজে পুরুষের নির্যাতিত হবার ঘটনা শতকরা হিসাবে খুবই নগণ্য, সেই তুলনায় নারীদের নির্যাতিত, খুন ও ধর্ষিত হওয়ার চিত্র খুবই ভয়াবহ। আবার, যেখানে পুরুষ খুন হচ্ছে, খোঁজ নিলে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রেই নারীর দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় খুন করতে বাধ্য হয়েছে।

পৃথিবীতে 'পেশিশক্তি' অনেক বড়ো একটা ফ্যাক্টর। প্রাকৃতিকভাবেই পুরুষরা গায়ে-গতরে নারীদের চাইতে অনেক বেশি শক্তিশালী। নারীরা যে নির্যাতিত হয়, তার বড়ো কারণ পুরুষের পেশি-শক্তির দৌরাত্ম্য। উভয়ে সমান-সমান হলে খুন-নির্যাতনের ঘটনাও সমান সমানই হতো।

সাধারণ তথ্য হিসাবে আপনার পোস্টের তথ্যগুলো নিলাম, কিন্তু পুরুষরা নির্যাতিত হচ্ছে সে হিসাবে না :)

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩১

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: পুরুষ হয়ে পুরুষের পক্ষে কথা বলতে হয় মাঝেমধ্যে।পুরুষের অধিকার নিয়ে কথা বলতে হয়।না হলে বিষয়টা বেমানান। ধন্যবাদ।

৫| ২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

এম ডি মুসা বলেছেন: নারীর জন্য যে আইন তৈরি করা হয়েছে, তা যেসব নারী ভুক্তভোগী তারা কতটুকু পাচ্ছে? একদল দুষ্টু পুরুষ তার ঘরের ওয়াইফ দিয়ে নারী নির্যাতন মামলা দিয়ে, দুষ্টু পুরুষ তার সুবিধা কায়েম করে নিচ্ছে.... তাহলে নারীর জন্য জন্য আইন কে হাতিয়ার হিসেবে নেওয়ার এটি কি অপরাধ নয়?

৬| ২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

এম ডি মুসা বলেছেন: নারীর জন্য আইন তৈরি হয়েছে, অনেক নারী মান সম্মানের দিকে তাকিয়ে মামলা করেন না এবং নিজের অধিকার নিজে মামলার দিকে না গিয়ে চুপচাপ বসে থাকেন। তাদের ফ্যামিলি সমাজ ঐতিহ্য বংশের মানসম্মান নিয়ে চিন্তা করে তারা সবকিছু সহ্য করে যান অথচ তারা নারীর অধিকার থেকে বঞ্চিত হয়েও কারো কাছে প্রকাশ করেন না। নারীর জন্য যে আইন তৈরি করা হয়েছে সেই আইন কি সত্যি নারীরা ভোগ করতে পারে? একদল লোক নারীর এই আইনকে বিভিন্ন কাজে লাগায় নারীদেরকে দিয়ে জমি উদ্ধার করে মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে। এই নারীদের অধিকার কতটুকু নারীরা পাচ্ছে? নাকি আইনের অপপ্রয়োগ হচ্ছে।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩২

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: পুরুষ হয়ে পুরুষের পক্ষে কথা বলতে হয় মাঝেমধ্যে।পুরুষের অধিকার নিয়ে কথা বলতে হয়।না হলে বিষয়টা বেমানান। ধন্যবাদ।

৭| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৮:১৫

কামাল১৮ বলেছেন: যা বলার নতুন বলে দিয়েছে।নতুন করে আর বলার কিছু নাই।তবে নারী পুরুষের বৈষম্য দুর করতে হবে।সমান অধীকার নিশ্চিত করতে হবে।তবেই এই নির্যাতন বন্ধ হবে।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩২

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: পুরুষ হয়ে পুরুষের পক্ষে কথা বলতে হয় মাঝেমধ্যে।পুরুষের অধিকার নিয়ে কথা বলতে হয়।না হলে বিষয়টা বেমানান। ধন্যবাদ।

৮| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৮:২৬

শেরজা তপন বলেছেন: পুরুষ নির্যাতনের পোস্টারে পোস্টারে সয়লাব করে দিয়েছেন ব্লগের প্রথম পাতা।
প্রথম ছবিটার পরে দু-চার লাইন লিখুন ...

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৩

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: আরেকবার।ইনশাআল্লাহ।

৯| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫৭

নিমো বলেছেন: আপনি কি দাম্পত্য সমস্যায় ভুগছেন ? আপাতত সমাধান হিসাবে ধাতব অন্তর্বাস পরুন।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৪

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: ধন্যবাদ।

১০| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: চিত্র গুলো সাথে নিজস্ব কোন বক্তব্য না থাকায় পোস্টটি কেমন যেন লাগতেছে। এতোগুলা ছবি প্রথম পাতায় একসাথে দেখা গেলে দেখতে ভালো লাগেনা।

১১| ২৫ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ঘটনাগুলো প্রমাণ করে হিংস্রতায় নারীরাও পিছিয়ে নেই।

১২| ২৫ শে মার্চ, ২০২৪ রাত ১:৩৫

নিবারণ বলেছেন: পুরা হোমপেইজ ভইরা গেছে, নারী কর্তৃক পুরুষকে এই অমানবিক নির্যাতনের রিপোর্ট দিয়া। ছবি একটা দেয়ার পর দুই তিন লাইন লেইহেন ভাই, তাই আর এগলা হইব না।

আর নির্যাতনেরও আবার জেন্ডার আছে। মাশাল্লাহ।

২৫ শে মার্চ, ২০২৪ ভোর ৫:২০

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: নারী লেখা হলে জেম্ডারের প্রশ্ন তুলতেন না।

১৩| ২৫ শে মার্চ, ২০২৪ ভোর ৫:১৫

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: আচ্ছা,ঠিক আছে।

১৪| ২৫ শে মার্চ, ২০২৪ ভোর ৬:৪৪

মিরোরডডল বলেছেন:




যেভাবে পেইজে আসছে, এই পোষ্টটাই সকল ব্লগারের জন্য একটা নির্যাতন!!!

লেখক বলেছেন: পুরুষ হয়ে পুরুষের পক্ষে কথা বলতে হয় মাঝেমধ্যে।পুরুষের অধিকার নিয়ে কথা বলতে হয়।না হলে বিষয়টা বেমানান।

ভুল।
নারী পুরুষ নির্বিশেষে সকল বিবেকবান মানুষের সকল নির্যাতিত মানুষের অধিকার নিয়ে কথা বলা উচিত।
অধিকার বঞ্চিত করা, শারীরিক মানসিক নির্যাতন, এগুলো নারী পুরুষ কারো জন্যই কাম্য না।


১৫| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর সুন্দর নিউজ থাকলে, সকল নোংরা নিউজ গুলো একসাথে করেছেন।

১৬| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





আপনার পুস্ট দেখিয়া আবেগে আপ্লুত হইলাম।
তাই আমার দাবী-
অবিলম্বে জাতীয় পুরুষ দিবস ঘোষনা করা হোক।
তাড়াতাড়ি বিশ্ব পুরুষ দিবস ঘোষণা করা হোক।
নইলে জাতি রাগিলে কিন্তু চেতিয়া যাইবে।

১৭| ২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ২:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেই জন্য আমি আমার স্ত্রী থেকে সাবধান থাকার চেষ্টা করি। কারণ ঘটনা ঘটে গেলে আফসোস করে কুল পাওয়া যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.