![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরীবের অশ্রু
মোঃ খুরশীদ আলম
গরীবের অশ্রু বৃথা যায় না
তাদের কান্না কভু প্রভু সয় না
তিলে তিলে গড়ে ওঠা ওদের স্বপন
আছড়ে ভেঙ্গে যারা কর খানখান
দাবানলে জ্বললে ক্ষোভের অনল
জালিমেরা কখনো ছাড়া পাবে না।
খুন ঝড়িযে যারা রাঙালে দু’হাত
জনতার রোষানলে হবে কুপোকাত
অভাগার নিঃশ্বাসে বিষের আগুন
তাড়াবে তোদের পিছু, ছাড়া পাবে না ।
যুদ্ধ দাবানল মোহের আগুন
রাজপথে কেন ঝরে স্রোতধারায় খুন
ক্ষমতার পিয়াসে বলি জনতা
প্রাণ দিতে পারে তবু মান দিবে না ।
©somewhere in net ltd.