![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(এই শহর)
মোঃ খুরশীদ আলম
মানবতা গুমরে কাঁদে
এই শহরে, বন্দরে।
অজস্র ঢং, চোখ ধাঁধানো
রং মহলের অন্দরে।
খুবলে ছিঁড়ে মানবতা,
তিক্ষ্ণ নখের আঁচড়ে,
বিত্ত-বৈভব অঢেল টাকা
বছরের পর বছরে।
এই শহরের ওলি-গলি,
নীল জগতের মহড়া,
ব্যস্ত সবে নিজকে নিয়ে
কে দেবে ভাই প্রহরা।
আইন আদালত সবিই আছে
পাপের কভু কমতি নাই,
দাও এনে দাও, পকেট পুরি
পাপ-পুন্যের কি বালাই?
ডানে-বায়ে, সামনে-পাছে
নরকেরই হাতছানি,
এই শহর নয়, সব শহরেই
মানবতা লাশ খানি।
চক্ষু যুগল বন্ধ হবে
ক্ষান্ত হবে এই কামাই,
কাড়াকাড়ি, মারামারি
বৌ-সন্তান আর জামাই।
©somewhere in net ltd.