![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে বড় আর কেইবা ছোট
হিসেব কষে যায় বেলা
বড় ছোট হিসেব কষা
এ যেন আজ নতুন খেলা।
মহান অতি, সেরা আমি
এ যেন এক মহারোগ
মহামারির আকার ধারন
নষ্ট সমাজ বাড়ছে শোক।
উচুনিচু জাত ভেদাভেদ
তাই নিয়ে সব দন্দ্ব
চরিত্রে তার গন্ধ বিষম
দেখছে না, তাই অন্ধ।
ঘুনে ধরা বোধবিবেক
জাগছে না, হয়তো মরা
বিশ্বব্যাপী বন্ধহোক
মানবতার এই খরা।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: ধন্যবাদ ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনিও সুন্দর বলেছেন , সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল আপনার ছন্দময় কবিতা।
ঘুনে ধরা বোধবিবেক
জাগছে না, হয়তো মরা
বিশ্বব্যাপী বন্ধহোক
মানবতার এই খরা। অসাধারণ