![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুষ্প
মোঃ খুরশীদ আলম
একটি দুটি ফুল প্রতিদিন ঝরে যায়
কোন ফুল গোপনে সুবাস শুধু বিলায়
ফুলদানির শোভা নয়, তারে রাখো নাতো খোপাতে
বেড়ে উঠে যুদ্ধ, আঘাতে আঘাতে।
জীবন জুড়ে সে সকলেরে দিয়ে যায়
প্রাপ্তিটা বেশ তার, হেলা আর অবহেলায়
সব ফুল এ ধরায় বিনিময় চায় না
হাজার দুখেও সে, হাসতে ভুলেনা
জীবন বলি দিয়ে অপরের সুখ চায়
শেষে তার পরিণতি অকালে ঝরে যায়।
নির্মোহ পুষ্প সমাজেতে খুব নয়
প্রাণ খুলে কয়ে যাই,
তোমাদেরই হোক জয়।
©somewhere in net ltd.