![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুল করেও আমি হাসিনা
===মোঃ খুরশীদ আলম
হাসব কেন? ভুল করেও আমি হাসিনা
চারদিকে এত রং, আধাঁর তব সম
হাসার কারণ? কভু খুজিনা।
মরে কেউ, ডরে কেউ
সমদ্দুরে যতো ঢেউ
ততো কেন ঝরে খুন, জানিনা
হাসার কারণ? কভু খুজিনা।
স্বপনে বিভোর থাকি
ভবে সবে সুখী দেখি
জেগে দেখি, সবই মিছে ছলনা
সপ্ন দেখার মানে বুঝিনা।
তাই, হাসার কারণ কভু খুজিনা
ভদ্রবেশী সাধু, কপট আর ভন্ডে
ছেড়ে গেছে সমাজের সীমানা
তাই, হাসার কারণ? আজো বুঝিনা।
হাসার কারণ? কভু খুজিনা।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭
সাইফ রাসেল বলেছেন: প্রথমে আসলে ভুল করেও আমি হাসিনা তথা শেখ হাসিনা ভাবতেছিলাম :/
কয়েক মুহুর্ত স্তব্ধ থেকে এরপর বুঝলাম ঘটনা কি
চমৎকার হয়েছে
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনার ভাল্ল্যাগাও আমার ভালল্যাগছে। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
আহাদ রায়হান বলেছেন: ভাল্লাগছে