![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেশা
মোঃ খুরশীদ আলম
কারো নেশা অর্থ কড়ি
কারো আবার গয়না
নেশার জগতে এতো
জ্বালা যে আর সয়না।
সয়না প্রাণে ঘুষ হারামি
সয়না বউয়ের ঘ্যান ঘ্যান
অফিসের মোটা বসের
নেশা আবার প্যান প্যান
বছর ঘুরে ভাড়া বাড়ে
জমিদারের সেই নেশা
দুর্নীতিটা চলুক দেদার
কারো আবার এই পেশা ।
এতো কথা এতো কাজ
নেশা বন্ধ নাহি হয়
নেশার পিছে ঘুরে কেন
জীবনটারে করি ক্ষয় ।
শহীদ ভাইয়ে লিখছে ভারি
মজার নেশার ছড়া
তাই বলে আমার কলম (কি বোর্ড)
উঠল জেগে ত্বরা ।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭
প্রামানিক বলেছেন: হা হা হা নেশার নিয়ে দারুণ কবিতা। ধন্যবাদ
৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনার কাছ থেকেই প্রেরণা পেলাম।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতা ।