![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর্তি
মোঃ খুরশীদ আলম
ব্যস্ত সবে আমায় নিয়ে করছে ছোটাছুটি
সময় বুঝি হলো এবার দিতে সকলেরে ছুটি।
জীবনভর ছুটেছি শুধু দিবারাত্রি করি হেলা
ভাবিনি অধম কেটেছে কখন এই জীবনের বেলা।
ঘুরেছি শুধু সুখের পিছে, অর্থের পিছুপিছু
শুনবে কি কেউ আর্তি আমায়, বলার ছিল কথা কিছু
কাতারে দাড়ায়ে মোমিন মাঝে আমি শুয়ে আছি একা
লম্বা খাটে কিযে শয্যা সাদা কাফনে আজ ঢাকা।
হেলায় হারিয়ে সব, নিঃস হলাম শুকালো চোখের জল
বাছারা আমার, খালি হাতে চলি, সাথে কিছুকি দিবি বল।
কড়ি নয়রে, নয়রে টাকা, নয় দামি মখমল
সাথী হবি মোর এমন আঁধারে? তাহলে সাথে চল।
এতো দেখেছি শিখিনি কিছু নানা-দাদা গেল চলে
এইক্ষণ শুধু রয়েছে বাকি, আমিও এলাম বলে।
মিছে দুনিয়ার রঙ্গীন আলোয় জীবন রাঙ্গানোর সাধ
ছেলেপেলে শোন, নাতিপুতিরাও, শূন্য এবেলা হাত।
ছিল যাহা মোর দিয়েছি তোদের দাবি নেই তাতে মোর
ক্ষানিক আলো দিবি কি মোরে, রবেযে আঁধার গোর।
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: চমৎকার মন্তব্য ও কষ্ট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:০৪
প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ কবিতা। ভাল লাগল। ধন্যবাদ