![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ীতে, কর্মক্ষেত্রে, অফিসে বা আড্ডায় প্রয়োজনে-অপ্রয়োজনে আমাদের মাঝে অনেক কিছু নিয়ে, বিভিন্ন ব্যাপারে আলাপ-আলোচনা হয়ে থাকে। অফিসে কোন ম্যাডাম কিভাবে আসলো, কে কি করলো, না করলো তা নিয়ে পুরুষদের মাঝে অল্প-বিস্তর আলোচনা-সমালোচনা হামেশা হয়ে থাকে। কথার বিস্তৃতি এতো গভীরে চলে যায় যে, গালমন্দ করে কথা বলতেও আমরা ভাবি না। কখনো আমরা ভেবেছি কি, ভাবার প্রয়োজনবোধ করিনি হয়তো - এসব আলোচনার ফলাফল আমারদের জীবনে কতটুকু সুখ বয়ে আনে।
আসলে আমরা কথার আগে-পিছে, ভূত ভবিষ্যত ভাবিনা, ভাবলে হয়তো আমাদের আলোচনাগুলো নোংরামিতে ভরপুর না হয়ে সুন্দর হতো। হতো কল্যানকর । আসুন আামরা সবাই - কথায় কাজের সৈন্দর্য বিঘ্নিত না করে সুন্দরের অনুশীলন গড়ে তুলি।
২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: ধন্যবাদ, সুধরে দেবার জন্য। সংশোধন করিলাম।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯
বিজন রয় বলেছেন: প্রসঙ্গ - আলোচনায় সৈন্দর্য.......... সৌন্দর্য হবে।