![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাম্যের ঈদ
.......... মোঃ খুরশীদ আলম
আসিছে সুখের ঈদ
ওরে আর কেন নীদ....
সেজদায় অবিরত
গাও সাম্যের গীত।
ওরে, হিতাহিত আজ ভুল,
বুকে বুক মিলারে
শত্রুমিত্র সবে
এক কাতারে।
মাজলুম এতিমের
অশ্রু মুছ আজ,
পোষাকের রঙে নহে
ভালবাসার রঙে সাজ।
দ্বেষ আর হিংসা
বিদ্বেষ যত ভাই,
খুশীর এই ক্ষনে এসো
সব ক্লেষ ভুলে যাই।
সাজসাজ রব আজ
মুমিনেরা সাজ রে,,,,
ঈদ শুধু আজ নহে
হোক সারা বছরে।
©somewhere in net ltd.