![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোরবানি
---- মোঃ খুরশীদ আলম
কোরবানি দে হররোজ তুই
সকাল সন্ধ্যা রাতে,
মুখের ভাষা কোরবানি তোর
কোরবানি এই হাতে।
পশুর গলায় চালিয়ে ছুরি
বছর ঘুরে ঈদ,
রক্তস্রোতে ভাসে জামিন
মোমিন কন্ঠে গীত।
আমার দেশের হাজার অনাথ
না খেয়ে যে মরে,
কোরবানি দে হাজার গরীব
বিধবাদের তরে।
পশুর গলায় অস্ত্র চলে
যদি কোরবানি হয়,
রাত্রি জাগি সিজদায় নত
তাই বা কেন নয়?
অনাথ এতিম অসহায়ের
মাথায় হাতটা বুলে,
এমন কুরবানি কবে
করেছিলে কোন কালে।
কে করেছ বিয়ে বিধবায়
করেছ অর্ধাঙ্গিনী,
খোদাতায়ালা পশুতো নয়
চায় এমন কুরবানি।
দেশের তরে দশের তরে
শান্তি সুখের তরে,
নিজের যাহা শেষ সম্বল
দে কোরবানি করে।
খোদা চাহে দেল মোমিনের
খোদার সাথে জোরা,
গোশত কিবা রক্ত না যায়
তাহার কাছে থোরা।
ত্যাগ শুধু ত্যাগ এর মহিমা
কোরবানিতে খোঁজ
হৃদয় দিয়ে শিক্ষা তাহার
হৃদয় মাঝে বোঝ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: ধন্যবাদ । মোঃ আবু হেনা সাজ্জাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ত্যাগ শুধু ত্যাগ এর মহিমা
কোরবানিতে খোঁজ..
ভালো লাগলো।