![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমিহীনা শূন্য
মোঃ খুরশীদ আলম
মিষ্টি ওগো মিষ্টি তুমি
তুলনা ছারা মিষ্টি
সর্গরূপী এ সংসারে
সকলই তোমার সৃষ্টি।
তোমার হাতের পরশ পেয়ে
ভুলিযে জ্বালা শত
হোকনা যত কঠিন বাঁচা
তীব্রতা হোক যত।
তোমার ছোঁয়া ক্লান্তি বধে
করেযে মোরে শান্ত
ভালবাসি তোমায় আমি
নাইযে তাহার অন্ত।
কালো তুমি নয়হে প্রিয়া
নয়তো সাদা পরী
অনুভবে, নিদ্রা, জাগি
তোমার ছোঁয়া স্মরি।
দুখের পাহার চেপে বুকে
যবে করে মোরে খাক
তখন তোমার মধুর বুলি
সরায় পাহার, সুখের ডাক।
তোমার ভালবাসা পেয়ে
বন্য আমি ধন্য
তোমায় হীনা ও প্রেয়সী
জীবন তরী শূন্য।
Image may contain: 3 people , selfie and close-up
©somewhere in net ltd.