![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহারে ভালবাসি
====== মোঃ খুরশীদ আলম
যারে কভু দেখিনি
ভালবাসি তারে,
দহনে মারে মোরে
আহারে বিহারে।
দেখিনি তাহারে তবু
ভাবিতেই সুখ,
নয়নের দেখা হবে
আশা বাঁধে বুক।
পৃথিবীর সব সুখ
সপিবো চরণে,
বাঁচিতে না আসো পাশে
থাকিও মরণে ।
(উৎসর্গ : মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যার আদর্শ আমার চলার পথের পাথেয় )
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: যাযাকাল্লাহ ।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:৪২
বিজন রয় বলেছেন: সুন্দর সমর্পণ
উৎসর্গ সঠিক।