![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের ঘড়ি
======= মোঃ খুরশীদ আলম
জীবনের ঘড়ি চলে
টিক টিক টিক
সময়ের কাটা খানি
চলে ঠিক ঠিক।
আমরা অধম সব
বোকা হাদারাম,
বুঝিনি তো আজো ভাই
সময়ের দাম।
অবিরাম চলে সে
লক্ষ পানে,
কোথায় থামবে শ্বাস
সে তো না জানে।
নিয়মের ব্যত্যয় না মানা স্বভাব
সব ছেড়ে চলে যায়
থাকে যে অভাব।
অভাবের সাগরে হাবু ডুবু খাই
করে শেষে মিনতি
কিছু ক্ষণ চাই।
মিনতি না মানে কেউ
হুকুম তামিল,
আঁধার বাড়ীর মাঝে
হবে যে শামিল।
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪১
মোঃ খুরশীদ আলম বলেছেন: ধন্যবাদ অসংখ্য আপনাকেও ।
২| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪
এম আর তালুকদার বলেছেন: ভাল লাগলো। সুন্দর কবিতার জন৽ ধন৽বাদ।
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০
মোঃ খুরশীদ আলম বলেছেন: ধন্যবাদ স্যার আপনাকেও ।
৩| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার ছন্দ । এখন তো কবিতায় ছন্দ নেই তারপরও নাকি আধুনিক কবিতা!
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩
কানিজ রিনা বলেছেন: বেশ ভাল লাগল, বোকা হাদারাম বুঝিনিত
সময়ের কত দাম। ধন্যবাদ।