![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
►সকলকে নতুন বছরের শুভেচ্ছা►
সকলকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর মানে নতুন কিছু। আমাদের ব্যাক্তিপর্যায় থেকে সব কিছুতে যেন নতুনত্বের সমন্বয় ঘটে সেই চেষ্টা সকলের থাকবে, আশা করি। তবে, পুরোনোকে ভোলা যাবে না। মূলত পিছনের খণ্ড খণ্ড চিত্রায়ন হতেই তো মানুষ নতুন করে চলার ও নতুন করে বাঁচার উৎসাহ পায়। যা হারিয়েছি তা নিয়ে ভাববার ক্ষণটুকু নেই। না ভাবলেই ভাল। যা পেয়েছি তার যথাযথ কদর করে সম্মুখে অগ্রসর হতে চাই। বিগত বছরে সুখ ছিল, দুঃখ ছিল, ছিল আলো আধাঁরের খেলা। সংসার জীবনে বাদানুবাদ ছিল, ছিল মিল-অমিলে দ্বন্দ।
আর এই দ্বন্দ্বই এনে দিবে নতুনত্বের ছন্দ।
বাদানুবাদ আর আহমিকার পথ হোক তবে বন্ধ।
আসুন, নতুনদের জায়গা করে দিই
নতুনকে ভালবাসি।
নতুন করে সুস্থ দেহ মন নিয়ে বেঁচে থাকার চেষ্টায় সচেষ্ট হই।
আশা করি, নতুন বছর 2018 হবে যুদ্ধহীন বিশ্ব ও বসবাসের উপযোগী। মাদকমুক্ত হবে আমাদের দেশ।
সেই প্রত্যাশা করি। আপনারা কি বলেন ?
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২
মোঃ খুরশীদ আলম বলেছেন: থ্যাকংস ভাই।
২| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫
মোহাম্মদ শাহারিয়া বলেছেন: হুম
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২
মোঃ খুরশীদ আলম বলেছেন: ধন্যবাদটা পাওয়ার হক্বদার ভাই। তাই ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: নতুন বছরের অনেক শুভেচ্ছা ---