|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কাঁদতে ভুলেছি
-------- মোঃ খুরশীদ আলম
                                                      কাঁদতে ভুলেছি
                                 কি হবে কেঁদে, 
                                                  ক্রন্দন যার সাথি।।
                                               ভোর না হওয়া  
                                                নিশি রজনী
                                             দুঃখের মালা গাঁথি।
                                     দুটি কথা বলা , আজ ছেড়েছি
                                              তুমিওযে হলে পর, 
                                      পাশাপাশি থাকি তবুও যেন
                                                              মরুভূমি বালুচর।
                                           এজীবনে ওগো, আর কিছু না চাই
                                                   সবইতো হল ক্ষণ,
                                            তাই বুঝি আজ বিধির লিলা
                                                         ললাটের ক্রন্দন।
দয়াময় তোমারে রাখিবে সুখে।
মাঙ্গি করুনা তার, 
অভাগা আমার কুমুখ খানা যেন
না দেখিতে হয় তোমার।
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ১৩ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৪৩
১৩ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৪৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: কষ্ট করে পড়েছেন, এজন্য ধন্যবাদ। পরামর্শের জন্যও ।
২|  ১৩ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:৪০
১৩ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর।
  ২০ শে মার্চ, ২০১৮  সকাল ১০:২৪
২০ শে মার্চ, ২০১৮  সকাল ১০:২৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: শুভেচ্ছা রইল। ধন্যবাদ। 
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৩২
১৩ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভালো হচ্ছে, চালিয়ে যান।
৩,৩,৪,৪,৪? কী ছন্দ??
দাঁড়ি, কমা, স্পেস ঠিক করুনঃ
তুমিও যে
এ জীবনে
অভাগা আমার মুখ খানা যেন