![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখার জন্য ব্যাকরণ জানা আবশ্যক কিনা ?
যিনি লিখেন সামাজিক দায়বদ্ধতাসহ মনের খোরাক জোগাড় করতেই লিখেন।
সব সময় ব্যকরণ অনুসরণ করায় অনেক সময় লেখা জটিল ও অপরের বোধগম্যতা হারায়।
প্রাঞ্জল ও সহজবোধ্য লেখা মনের খোরাক সৃষ্টি করে।
সামাজিক দায়বদ্ধতা ও কর্তব্যবোধ শিখায়।
এক্ষেত্রে , সব সময় দক্ষ ব্যাকরণিক হতে হবে কিনা আমার তা জানা নাই।
২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: সহমত পোষণ না করে পারলাম না।
ধন্যবাদ।
২| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০
বারিধারা ৩ বলেছেন: ব্যাকরণ নয় - অন্তত শুদ্ধতা কাম্য। জগতের বিধি বিধান এবং নিয়ম শৃঙ্খলার স্বার্থে বানান এবং ভাষারীতিতে শুদ্ধতা চর্চা জরুরী।
২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪০
মোঃ খুরশীদ আলম বলেছেন: যথা আজ্ঞা জনাব।
৩| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৬
খালেদা শাম্মী বলেছেন: খুবই ভাল একটি বিষয়ে আলোকপাত করেছেন আপনি খুরশীদ সাহেব। মনের ভাব প্রকাশ করতে পারাটাই আসল কথা, আমার মতে। ব্যাকরণের উদ্ভবই হয়েছে সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করার জন্য। মনের ভাবকে জটিল করার জন্য নয়।
২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪১
মোঃ খুরশীদ আলম বলেছেন: আমি আভিভূত, আবেগাপ্লুত আপনার মন্তব্যে। এত বেশী হবে আশা করি নাই।
তাই হাজার কোটি ধন্যবাদ। আপনাকে।
৪| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইংরেজরা ব্যাকারণ মানে না
তাদের কি চলেনা ?
২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪২
মোঃ খুরশীদ আলম বলেছেন: কে জানে বাপু,
আমি কি আর অত শত বুঝি
যা হোক। চমৎকার মানুষ আপনি, আপনাকে চমৎকার ভাবে ধন্যবাদ।
৫| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: মনের ভাব প্রকাশ করতে ব্যকরণ জানা আবশ্যক না হলেও, শুদ্ধ করে বলতে- লিখতে বা চমৎকারভাবে উপস্থাপন করতে ব্যাকরণ জানার প্রয়োজনীয়তা অনেক।
ব্যাকরণের basic না জানা লোক সাধারণত লিখে মনের ভাব প্রকাশ করতে পারে না। আর আমার মনে হয় না, ব্যাকরণ অনুসরণ করলে লিখা সহজবোধ্যতা হারায়। তবে, কেউকেউ ইচ্ছে করে লিখা কঠিন ও দুর্বোধ্য করে তুলেন।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: যেমন গ্রামারের রুল মানতে গিয়ে আমরা ইংরেজি শেখার ১২টা বাজিয়েছি তেমনি বাংলার ক্ষেত্রেও হবে। আমার এক সার বলেছিলেন আগে ইংরেজিতে কথা বলা শেখো তারপর দেখবে গ্রামার এমনিতেই ঠিক হবে, প্রয়োজনের তাগিদে ঠিক হবে।